উজ্জ্বলা যোজনা-২ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ঘোষণা করেছেন, সমস্ত পরিযায়ী শ্রমিক এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন। তার জন্য তাঁদের দিতে হবে ঠিকানার প্রমাণপত্র।
গরিব মানুষের হেঁসেলে গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যে উজ্জ্বলা যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনা পয়সায় গ্যাসের সংযোগ পৌঁছে গিয়েছিল কয়েক কোটি পরিবারের কাছে। কোভিড পর্বে তাঁদের বিনামূল্যে সিলিন্ডারও দিয়ছিল কেন্দ্রীয় সরকার। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য গ্যাস সংযোগের বিশেষ ঘোষণা করল মোদী সরকার।
বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা ‘সেলফ ডিকলারেশন’ দিলেই এলপিজি গ্যাস সংযোগের সুবিধা পাবেন। বিশেষ কোনও নিয়মাবলীর জটিলতার মধ্যে তাঁদের পড়তে হবে না।
পরযায়ী শ্রমিকরা যাতে নিজের এলাকায় কাজ পান তার জন্য গত বছরই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের পরকল্পে অতিরিক্ত ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। যাকে ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী। তবে বিরোধীদের বক্তব্য ছিল, যাঁরা আয়কর দেন না তাঁদের হাতে নগদ টাকা দিতে। যদিও তা দেয়নি কেন্দ্রীয় সরকার। তবে এই উজ্জ্বলা যোজনা২ কেও উল্লেখযোগ্য পদক্ষেপ বলে দাবি করেছে কেন্দ্র।