বনগাঁর জনবসতিপূর্ণ এলাকার মধ্যে বোমা বিস্ফোরণ! এই বোমায় গুরুতর আহত হন এক ব্যক্তি। জানা গিয়েছে, এই বিস্ফোরণটি ঘটেছে বনগাঁয় পুরপ্রশাসকের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্ব শিমুলতলা এলাকায়। কিন্তু কিভাবে জনবসতিপূর্ণ এলাকায় বোমা এল? তদন্তে পুর প্রশাসক গোপাল শেঠ।
রবিবার সকালে বনগাঁ থানার শিমুলতলা এলাকার একটি বাড়ির বাগান পরিস্কার করছিলেন কার্তিক ঘোষ নামের এক শ্রমিক। তখনই তাঁর নজরে পরে একটি প্লাস্টিক ব্যাগ। সেই ব্যাগটি সরাতে গিয়েই বোমাটি ফেটে যায়। বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা জড়ো হন সেখানে। তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কার্তিক।
সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয় কার্তিকের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে অ্যালুমিনিয়ামের হাড়ি ও সুতো। জানা গিয়েছে, বনগাঁর পুরপ্রশাসকের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে বোমা বিস্ফোরণ ঘটে। কিন্তু কীভাবে ওই বাড়ির বাগানে বোমা এল? গোপাল শেঠের নেতৃত্বে তদন্ত শুরু করেছে পুলিশ।