দিন দুয়েক আগেই দলের নেতাদের উদ্দেশ্যে তোপ দেগেছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। বলেছিলেন, ‘তাঁকে উড়ে এসে জুড়ে বসা’, ‘বহিরাগত’ জাতীয় বিশেষণ শুনতে হচ্ছে। ফেসবুকে সেই নিয়ে ক্ষোভও উগরে দিয়েছিলেন। সোমবার নিজের দল তৃণমূলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন মনোরঞ্জন। বললেন, ‘বন্দুক-পিস্তল দেখিয়ে ভোট হয় বাংলায়’।
এই নিয়ে এদিন ফের একটি ফেসবুক পোস্ট করেন মনোরঞ্জন। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা বন্দুক, রিভলবার দেখিয়ে ভোটে জেতেন, জনতার প্রতি তাঁদের কোনও দায়বদ্ধতা থাকে না। তাঁরা ম্নে করেন, অই ভাবেই বারবার জিতে যাবেন। আমি তেমনভাবে জিতিনি, জিততে চাই না। আমি জিতেছি মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর মানুষের ভালোবাসায়’।
এরপরই প্রশ্ন উঠেছে, বন্দুক দেখিয়ে কারা কোন ভোটে জিতেছেন? এই প্রসঙ্গে একটি ডিজিটাল নিউজ পোর্টালকে মনোরঞ্জন বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসটা খোঁজ নিন। কারা করেছে জানতে পারবেন’। অর্থাৎ সরাসরি শাসকদল বা বলা ভালো নিজের দল তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুললেন বিধায়ক মনোরঞ্জন।
তবে কি বেসুরো বাজছেন মনোরঞ্জন? না, বলাগড়ের বিধায়ক জানিয়েছেন, দল ছাড়ার কথা তিনি ভাবছেন না। তবে তৃণমূলে শুদ্ধিকরণ চান তিনি, সেটাও স্পষ্ট করে দিয়েছেন। মনোরঞ্জনের কথায়, ‘যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দিন দল ছাড়তে বলেন তখন সিদ্ধান্ত নেব’। কারণ তিনি রাজনীতিতে এসেছেন দিদির মুখ চেয়েই।