সতেরো জন মাওবাদী পি এল এফ আই জঙ্গির বিরুদ্ধে চার্জ শিট ফাইল করলো এন আই এ

এন আই এ ১৭ জন পিপলস লিবারেশন ফোর্স অফ ইন্ডিয়ার সদস্যের (Peoples Liberation Force of India) বিরুদ্ধে চার্জশিট ফাইল করলো।
ওই মাওবাদী জঙ্গিরা মূলত বিহার (Bihar)ও ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা।

তাদের বিরুদ্ধে আর্মস এক্ট(Arms Act) , এক্সপ্লিসিভ সাবস্টেন্স এক্ট(Explosive Substance Act) , সহ বিভিন্ন আইনের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত উলেখ্য, গত বছর ডিসেম্বর মাসের ১৯ তারিখ টেটারিয়াখাদে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড(Central Coalfields Limited) কোলিয়ারির একনম্বর গেটে হামলা চালায় পি এল এফ আই এর(PLFI) জঙ্গিরা।
এই হামলায় চারটি ট্রাক, একটি মোটরসাইকেল সহ বেশ কিছু সম্পত্তি নষ্ট হয়।
এই হামলায় কেউ নিহত না হলেও , আহত হয় কমপক্ষে ১৪ জন সাধারণ মানুষ।

তদন্ত চলাকালীন ধৃত পি এল এফ আই (PLFI) জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র আটক করা হয় যার মধ্যে আছে অসংখ্য এ কে ৪৭ এসল্ট রাইফেল।

সূত্রের আরো খবর অস্ত্র ছাড়াও এদের কাছ থেকে এমন সব নথি পাওয়া গেছে যার থেকে পি এল এফ আই (PLFI) জঙ্গিদের সাথে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই এস আই (ISI) এর সম্পর্কের একটা যোগসূত্র স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.