জ্বর-শ্বাসকষ্টে ভুগতে থাকা চিকিৎসাধীন ছেলের সঙ্গে হাসপাতলে থাকাকালীন এক মহিলা সোমবার ভোরে হাসপাতালের তিন তলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত মহিলার নাম কাজল সিং (৬০)। ডেবরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খড়্গপুর লোকাল থানার কনিকা গ্রামের বছর চল্লিশের মন্টু সিং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর চিকিৎসা চলছিল। অবস্থা মোটামুটি ভাবে স্থিতিশীল ছিল। তাঁর বাড়ির কোনও পুরুষ সদস্য না আসায় এবং ওয়ার্ডে রোগীর চাপ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মাকে বাধ্য হয়েই ছেলের কাছে থাকতে দিয়েছিলেন। সোমবার ভোররাতে তিনি কেন তিন তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হলেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। তবে, এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাসপাতালের সুপার তথা বিএমওএইচ ডাঃ আরিফ জানিয়েছেন, “ওনার ছেলে চিকিৎসাধীন। বাড়ি থেকে অন্য কেউ না আসায় একপ্রকার বাধ্য হয়েই আমরা ওনাকে ছেলের সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলাম। উনি যেখান থেকে লাফ দিয়েছেন সেই জানালা অনেকটাই উঁচুতে। গভীর রাতে কিভাবে সকলের নজর এড়িয়ে উঠে পড়েছেন তা আশ্চর্যের বিষয়। রোগী হলে আমরা বলতে পারতাম কিছুটা। ওনার ছেলে মোটামুটি স্থিতিশীল বলা যায়!”
ঘটনার পর মহিলার দেহ উদ্ধার করে ডেবরা হাসপাতালেই ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।