১৯০০ সালে ব্রিটিশ শাসিত ভারত প্রথমবার অলিম্পিকের (Olympics) মঞ্চ থেকে এসেছিল সোনা। ব্রিটিশ অ্যাথলিট তথা অভিনেতা নর্ম্যান প্রিচার্ডের জন্ম হয়েছিল কলকাতায়। ভারতের হয়ে সেবার তিনিই প্রতিনিধিত্ব করে দুটি আলাদা ইভেন্টে জোড়া রুপো এনেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৩৫টি পদক (নর্ম্যান প্রিচার্ডের পদক-সহ) পেয়েছে ভারত। সোনা এসেছে মোট ১০টি। যার মধ্যে আটটিই হকিতে। বাকি দু’টির প্রথমটি ২০০৮ বেজিং অলিম্পিকে জেতেন অভিনব বিন্দ্রা। আর সর্বশেষ সোনাটি আসে নীরজ চোপড়ার হাত ধরে। এছাড়া ভারতের ঝুলিতে রয়েছে ৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ।
চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকার হাত ধরে দেশে এসেছে পদক।
১. নর্ম্যান প্রিচার্ড- রুপো – পুরুষ ২০০ মিটার এবং রুপো- পুরুষ ২০০ মিটার হার্ডলস – ১৯০০ প্যারিস অলিম্পিক
২. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯২৮ আমস্টার্ডাম অলিম্পিক
৩. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৩২ লস অ্যাঞ্জেলস অলিম্পিক
৪. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৩৬ বার্লিন অলিম্পিক
৫. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৪৮ লন্ডন অলিম্পিক
৬. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক
৭. কেডি যাদব – ব্রোঞ্জ – পুরুষ ব্যান্টামওয়েট কুস্তি – ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক
৮. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক
৯. ভারতীয় পুরুষ হকি দল– রুপো – ১৯৬০ রোম অলিম্পিক
১০. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৬৪ টোকিও অলিম্পিক
১১. ভারতীয় পুরুষ হকি দল– ব্রোঞ্জ – ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিক
১২. ভারতীয় পুরুষ হকি দল– ব্রোঞ্জ – ১৯৭২ মিউনিখ অলিম্পিক
১৩. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৮০ মস্কো অলিম্পিক
১৪. লিয়েন্ডার পেজ– ব্রোঞ্জ– পুরুষ টেনিস সিঙ্গলস – ১৯৯৬ আটলান্টা অলিম্পিক
১৫. কর্ণম মালেশ্বরী– ব্রোঞ্জ– মহিলা ৫৪ কেজি ভারোত্তোলন- ২০০০ সিডনি অলিম্পিক
১৬. রাজ্যবর্ধন সিং রাঠোর– রুপো– পুরুষ ডাবল ট্র্যাপ শুটিং – ২০০৪ এথেন্স অলিম্পিক
১৭. অভিনব বিন্দ্রা – সোনা – পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং – ২০০৮ বেজিং অলিম্পিক
১৮. বিজেন্দর সিং– ব্রোঞ্জ – মিডলওয়েট বক্সিং – ২০০৮ বেজিং অলিম্পিক
১৯. সুশীল কুমার– ব্রোঞ্জ – পুরুষ ৬৬ কেজি কুস্তি -২০০৮ বেজিং অলিম্পিক
২০. গগন নারাং – ব্রোঞ্জ – পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২১. সুশীল কুমার – রুপো – পুরুষ ৬৬ কেজি কুস্তি – ২০১২ লন্ডন অলিম্পিক
২২. বিজয় কুমার – রুপো – পুরুষ ২৫ মিটার র্যাপিড পিস্তল শুটিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২৩. মেরি কম – ব্রোঞ্জ – মহিলা ফ্লাইওয়েট বক্সিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২৪. যোগেশ্বর দত্ত – ব্রোঞ্জ – পুরুষ ৬০ কেজি কুস্তি- ২০১২ লন্ডন অলিম্পিক
২৫. সাইনা নেহওয়াল– ব্রোঞ্জ – মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস – ২০১২ লন্ডন অলিম্পিক
২৬. পিভি সিন্ধু – রুপো – মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস – ২০১৬ রিও অলিম্পিক
২৭. সাক্ষী মালিক – ব্রোঞ্জ – মহিলা ৫৮ কেজি কুস্তি – ২০১৬ রিও অলিম্পিক
২৮. মীরাবাই চানু – রুপো – মহিলা ৪৯ কেজি ভারোত্তোলন- ২০২০ টোকিও অলিম্পিক
২৯. লভলিনা বরগোঁহাই – ব্রোঞ্জ – মহিলা বক্সিং (৬৪-৬৯ কেজি) – ২০২০ টোকিও অলিম্পিক
৩০. পিভি সিন্ধু– ব্রোঞ্জ– মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস- ২০২০ টোকিও অলিম্পিক
৩১. রবি কুমার দাহিয়া– রুপো – পুরুষ ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি – ২০২০ টোকিও অলিম্পিক
৩২. ভারতীয় পুরুষ হকি দল – ব্রোঞ্জ – ২০২০ টোকিও অলিম্পিক
৩৩. বজরং পুনিয়া – ব্রোঞ্জ – পুরুষ ৬৫ কেজি কুস্তি -২০২০ টোকিও অলিম্পিক
৩৪. নীরজ চোপড়া– সোনা – পুরুষ জ্যাভলিন – ২০২০ টোকিও অলিম্পিক