কোভিডের তৃতীয় আসার আগেই দেশে টিকাকরণকে জোরদার করতে আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, জরুরিকালীন ব্যবহারের জন্য জনসন এন্ড জনসনের কোভিড টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনটি সিঙ্গেল ডোজ ভ্যাকসিন।
এর আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহারের ছাড়পত্রের আবেদন করেছিল মার্কিনী সংস্থা। ক্লিনিক্যাল ট্রায়ালে রিপোর্টে টিকার ৮৫% কার্যকারিতা দেখা গিয়েছে বলে দাবি করেছিল জনসন এন্ড জনসন। আর সেই ভিত্তিতে ভারতে আবেদন জানিয়েছিল সংস্থাটি। কোভিড প্রতিরোধে এই নিয়ে পাঁচটি টিকা এল ভারতের হাতে– সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি, আমেরিকার মর্ডানা ও এবং জনসন অ্যান্ড জনসন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে করোনার বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই চলছে সেই লড়াই জারি থাকবে আগামী দিনেও।
সম্প্রতি আমেরিকার ঔষধ নির্মাণকারী সংস্থার পক্ষে এটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল ৫ আগস্ট ভারত সরকারের কাছে টিকা ছাড়পত্রের জন্য আবেদন জানিয়েছে তাদের সংস্থা। জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। ৭ আগস্ট এই টিকার ছাড়পত্রের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী নিজে।
৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কের টিকা দেওয়ার কাজ শেষ করতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যমাত্রা যদি পূরণ করতে হয় তাহলে দৈনিক টিকাকরণের হার আরো বাড়াতে হবে বলে জানিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসন এন্ড জনসন এর আবেদনের পর সে বিষয়টি ভেবে দেখা হয়। স্পুটনিক ভি ভ্যাকসিনের মত এই ভ্যাকসিনেরও সিঙ্গেল ডোজ। হায়দ্রাবাদের বায়োলজিক্যাল লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে টিকা উৎপাদন করবে আমেরিকার এই সংস্থাটি। সার্বিক টিকাকরণের লক্ষ্যে এখনো পর্যন্ত দেশে ৫০ কোটি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।