টোকিওয় যোগ্যতা অর্জন পর্বে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চত করেছিলেন নীরজ। কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে বাজিমাত করেছিলেন তিনি। এবার ফাইনালের লড়াইয়ে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ, যা তাঁকে শুরুতেই এক নম্বরে বসিয়ে দেয়।
প্রথম থ্রোয়ের ফলাফলের নিরিখেই নীরজ সোনা জিততে পারতেন। তবে তাঁর সেরা পারফর্ম্যান্স আসে দ্বিতীয় প্রচেষ্টায়। দ্বিতীয় দফায় নীরজ ছোঁড়েন ৮৭.৫৮ মিটার, যার ধারে কাছে পৌঁছতে পারেননি বাকিরা। ফলে অনায়াসেই টোকিওয় জ্যাভেলেন থ্রো-র সোনার পদক গলায় ঝোলান নীরজ।