অবশেষে নীরজ চোপড়ার হাত ধরে সোনা এল ভারতের ঘরে। টোকিওতে জ্যাভলিন থ্রোয়ে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীন ভারতবর্ষের প্রথম অ্যাথলিট হিসাবে সোনা জেতেন বছর ২৩-এর নীরজ। তাঁর জয়ের পরেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা জানানো ব্যক্তিদের তালিকায় সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
গোটা অলিম্পিক্স জুড়েই ভারতীয় অ্যাথলিটদের জয়-পরাজয় নির্বিশেষে সবতেই শুভেচ্ছাবার্তা জানানো ও উৎসাহ জোগাচ্ছিলেন মোদী। নীরজের জয়ের পরেই একই ছবি দেখা গেল। প্রধানমন্ত্রী নিজের টুইটে লেখেন, ‘অবশেষে টোকিওতে ইতিহাস রচনা হল। নীরজ চোপড়া আজ যে কৃতিত্বটা অর্জন করল তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ যুবক নীরজ সত্যিই অসাধারণ পারফর্ম করেছে। এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে ও দুর্দান্ত আবেগ এবং চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। তোমায় সোনা জেতার জন্য অনেক অনেক অভিনন্দন।’
নীরজের এই কৃতিত্ব সত্যিই চিরস্মরণীয় হয়ে থাকবে। একাধিক বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগেও স্বর্ণপদক জিতেছেন নীরজ। তবে অলিম্পিক্সে গোটা দেশের প্রত্যাশার চাপ নিয়ে সবচেয়ে বড় মঞ্চে এই জয় নিঃসন্দেহে সেই সবগুলোর থেকে আলাদা।