নিজের কানকেই কিছুক্ষণের জন্য সাংবাদিকরা বিশ্বাস করতে পারছিলেন না। আজ মুকুল রায়ের সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি, উপনির্বাচনে তৃণমূল পরাস্ত হবে, এই কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে।”
না একবার নয়, আবারও পুনরাবৃত্তি করেন একই কথার– “ভাতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি।” পরিস্থিতি বেগতিক দেখে পাশে বসে থাকা কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান অসীম সাহা, তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে বিজেপি পরাস্ত হবে, সেই কথার জের টেনে তিনি বোঝাতে থাকেন, মানে তৃণমূল নতুনভাবে প্রতিষ্ঠা লাভ করবে। অসংলগ্ন কথা হলে সেক্ষেত্রে তা সংশোধন করা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি একবারের জন্যও স্বীকারোক্তি দিলেন না যে তিনি ভুল বলেছেন। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে আদৌ তিনি বর্তমানে কোন দলে অবস্থান করছেন?
বিধানসভায় অবশ্য অ্যাকাউন্টস কমিটির সভাপতি হিসেবে তিনি এখনও বিজেপির। তাহলে কি মনে সুপ্ত পদ্ম কুঁড়ি রয়ে গেছে এখনো? তবে তার পুরো বক্তব্যটা শুনলে বোঝা যাবে, দল যে তাকে প্রকৃতপক্ষে এ পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেয়নি সে বিষয়ে যথেষ্ট আক্ষেপের সুর রয়েছে তার গলায়। তার থেকে বিচার করে বলা যেতেই পারে তিনি ইচ্ছাকৃত ভুলের মধ্য দিয়ে নতুন কোনও বার্তা দিলেন না তো?