আশা জাগিয়েও হার হকি, কুস্তিতে, ফের চমকে দিলেন অদিতি- একনজরে শুক্রবারের ফলাফল

শুভব্রত মুখার্জি: দিনের শুরুর দিকেই ভারতীয় সময় ভোর বেলায় ভারতীয় মেয়েরা ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল গতবারের রিও গেমসে সোনাজয়ী গ্রেট ব্রিটেনের। উল্লেখ্য পুরুষ বিভাগে এই গ্রেট ব্রিটেনকে আস্ট্রো টার্ফ হকিতে প্রথমবার হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছিল। সেই ব্রিটেনের মেয়েদের বিরুদ্ধে রানিদের লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। ম্যাচের শুরুতেই এদিন ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল সবিতারা। তবে লড়াই কাকে বলে এরপর দেখিয়েছিলেন তারা।

২-২ গোলে সমতা ফেরানো শুধু নয় একটা সময় তারা ৩-২ গোলে লিডও নিয়েছিল। কিন্তু তারা তা ধরে রাখতে পারেনি। খেলার শেষ কোয়ার্টারে গ্রীন কার্ডের কারণে অধিকাংশ সময় ভারতকে ১০ জনে খেলতে হয়। সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্রিটেন ৪-৩ ফলে ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক জেতে। রানিরা হারলেও তাদের তৃতীয় অলিম্পিক্সেও যে পারফরম্যান্স দিলেন তা দীর্ঘদিন মনে রাখবেন ভারতীয় সমর্থকরা।

এছাড়াও এ দিন মেয়েদের গল্ফে সবথেকে চমকপ্রদ পারফরম্যান্স করলেন অদিতি অশোক। যিনি তৃতীয় রাউন্ডের শেষে রয়েছেন ২য় স্থানে। লড়াই চালাচ্ছেন রুপো পাওয়ার। বজরং পুনিয়া সেমিফাইনালে পৌঁছে সোনা জয়ের আশা দেখিয়েও সেমিতেই হেরে গিয়ে আপাতত ব্রোঞ্জ পদক পাওয়ার লক্ষ্যেই লড়বেন। ৪*৪০০ মিটারের হিটে ভারতীয় দল ৩:০০:২৫ সময় করে এশিয় রেকর্ড গড়েও ফাইনালে একটুর জন্য উঠতে পারলেন না। আসুন একনজরে দেখে নিন ভারতীয় দলের টোকিওতে আজকের পারফরম্যান্স।

∆ হকি (মহিলা):-

ভারত ৩-৪ গ্রেট ব্রিটেন

∆ গল্ফ (মহিলা) :-

তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে অদিতি অশোক।

∆ কুস্তি (পুরুষ) :-

পুরুষ ৬৫ কেজি ফ্রিস্টাইল সেমিফাইনালে আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে ১২-৫ ফলে হার বজরং পুনিয়ার। তিনি লড়াই করবেন ব্রোঞ্জ পদকের জন্য।

∆ অ্যাথলেটিক্স :-

পুরুষ ৪*৪০০ মিটার রিলেতে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.