আর অপেক্ষা নয়৷ এবার খুব তাড়াতাড়িই পাসপোর্ট হাতে পাবেন আবেদনকারীরা৷ সাধারণ পাসপোর্ট ১১ দিনের মধ্যে ও তৎকাল পাসপোর্ট পাওয়া যাবে ১ দিনের মধ্যে৷ এমনই জানা গিয়েছে৷ বৃহস্পতিবার লোকসভায় এই তথ্য দিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ৷
তিনি জানান, তৎকাল পাসপোর্ট পাওয়া এখন আরও সহজ করে দিয়েছে কেন্দ্র সরকার৷ পাসপোর্ট হাতে পাওয়ার সময়সীমা কমিয়ে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছে সরকার৷ দীর্ঘ সময় ধরে পাসপোর্ট তৈরি করার অর্থ ছিল স্বজনপোষণ ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া৷ যার রাস্তা বন্ধ হতে চলেছে৷ ইতিমধ্যেই কাজে দ্রুততা আনতে ৭৩১টি পুলিশ জেলা তৈরি করা হয়েছে, যাতে পুলিশ ভেরিফিকেশনে কোনও সমস্যা না হয় বলে জানিয়েছেন মন্ত্রী৷
দেশে আপাতত ৩৬টি পাসপোর্ট অফিস রয়েছে, রয়েছে ৪১২টি পোস্ট অফিস পাসপোর্ট সেবাকেন্দ্র ও ৯৩টি পাসপোর্ট সেবাকেন্দ্র রয়েছে৷ সাধারণ পাসপোর্ট হাতে পাওয়ার সময়সীমা ১১দিনে কমিয়ে আনার সঙ্গে সঙ্গে কমিয়ে আনা হয়েছে তৎকাল পাসপোর্ট পাওয়ার সময়ও৷ সেক্ষেত্রে সরকার ও পাসপোর্ট গ্রাহকের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি গ্রাহ্য করা হবে না৷ এতে দুর্নীতিকে লাগাম দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷
আগে একটা সময় ছিল পাসপোর্ট করার জন্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে ফর্ম তুলতে হত তারপর থেকেই শুরু একের পর হ্যাপা। একে ঘুষ দাও ওকে টাকা খাওয়াও হাজার ঝক্কি। কিন্ত ভারত সরকারের নতুন নিয়মে এখন থেকে এসব কিছুই করতে হবে না। শুধু সব কাগজপত্র ঠিক থাকলেই হল। শুধু নিয়ম মেনে অনলাইনে ফর্ম ফিলাপ করে ১৫০০টাকা জমা দিতে হবে। এরপর ঘণ্টা খানেক সময় বের করে আপনার কাছের কোনও পাসপোর্ট যেতে হবে। তারপর দিন কয়েক অপেক্ষা করতে হবে পার্সপোর্ট হাতে পাওয়ার জন্যে।
এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন প্রতিটি লোকসভা কেন্দ্রে POPSK বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করার কথাও বলেন তিনি। মন্ত্রী জানিয়ে ছিলেন যাতে দ্রুত সেইসব পাসপোর্ট সেবা কেন্দ্র তৈরি করা যায়, সেই ব্যবস্থা করছে বিদেশ মন্ত্রক ও যোগাযোগ মন্ত্রক। ২০১৭ থেকে ৪০০ র বেশি POPSK তৈরি করতে সাহায্য করার জন্য যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ধন্যবাদও জানিয়ে ছিলেন তিনি। বর্তমানে দেশে মোট ৫০৫ টি POPSK রয়েছে, যার মধ্যে ৯৩ টি কার্যকর।