রানি রামপালদের লড়াইকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে সকলকে সান্ত্বনাও জানালেন তিনি। গোটা দেশ ভারতের মহিলা হকি দলের পারফরম্যান্সে আজ মুগ্ধ, সেটাই মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ভারতের মহিলা হকি দল গ্রেট ব্রিটেনের কাছে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ হারতেই প্রথমে নিজের টুইটারে মেয়েদের জন্য বার্তা পাঠান মোদি। তারপরে একেবারে সরাসরি টোকিওতে ফোন করলেন ভারতীয় মহিলা দলকে। সকলকে নিজের শুভেচ্ছা জানালেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে কেঁদেই ফেললেন রানিরা। কান্নার শব্দ শুনে অভিভাবকের মতো সকলকে থামালেন মোদি, বললেন তোমরা কেঁদোনা, তোমরা দেশকে গর্বিত করেছ। তোমাদের পরিশ্রম আজ ভারতের নতুন প্রজন্মের কাছে একটা প্রেরণা। প্রধানমন্ত্রীর বার্তায় নিজেদের ম্যাচ হারার দুঃখ ও যন্ত্রনাকে ভুলতে চাইল ভারতের মহিলা হকি দল।
একদিন আগেই শ্রীজেশ, মনপ্রীতদের ফোন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে দিন ভারতীয় হকি দলের ছেলেরা ৪১ বছর পরে ফের অলিম্পিক্সে থেকে পদক এনেছিল। সে দিন গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি, এ বার একদিন পরেই আবার টোকিওতে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী। এ দিন ইতিহাস তৈরির দরজায় দাঁড়িয়েছিলেন রানি রামপালরা। দুরন্ত ম্যাচ খেলে সেখান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। তাতে কি, যে ভাবে ভারতের মহিলা হকি দল লড়াই করেছে তাকে নিজের মতো করেই কুর্নিশ জানালেন মোদি, সঙ্গে মহিলা খেলোয়াড়াদের সান্ত্বনা জানালেন।
এ দিন ম্যাচের পরে ভারতীয় মহিলা দলের সঙ্গে ফোনে কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে জানান, ‘তোমরা কান্না থামাও, আমি তোমাদের কান্না শুনতে পাচ্ছি। দেশ আপনাদের জন্য গর্বিত, হতাশ হবেন না। এত দশক পরে আপনাদের পরিশ্রমের জন্য ভারতের হকি আবারও প্রাধান্য পাচ্ছে।’ মোদি আরও জানান, ‘আপনারা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন। আপনারা মেয়েদের উৎসাহিত করেছেন। আপনাদের ভবিষ্যতের জন্য আপনার শুভ কামনা রইল।’