“ইসলাম শুধু ইজরায়েলই নয় , গোটা মানব সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সাধারণ মানুষের স্বাধীনতা, সার্বভৌম , সুস্থ ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও ব্যবসা বাণিজ্য বিষয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইসলামের দর্শন,” বললেন ওই দেশের বিদেশ মন্ত্রী লাপিড।
তাঁর মতে শুধু ইহুদি রাষ্ট্র নয় , যেকোনো অমুসলিম রাষ্ট্রই ইসলাম দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হচ্ছেও।
এদিকে ইরান (Iran) সরকারি ভাবে মেনে নিলো যে তারাই সম্প্রতি মিডল ইস্ট (Middle East) এর ওমান উপকূলে (Coast of Oman) ড্রোন (Drone) হামলা চালায় একটি অয়েল ট্যাংকারে এবং এর ফলে দুইজন নিহত হয়।
ইজরায়েলকে শিক্ষা দিতেই এই হামলা বলে জানানো হয়েছে ইরান এর তরফে।
ওমান এর উপকূলে এই ড্রোন হামলা চালায় ইরান, ফলে মারা যান একজন রোমানিয়ান (Romanian) ও একজন ব্রিটিশ (British) নাগরিক। ইরান আরো জানিয়েছে যে খুব সম্প্রতি ইজরাইল যে সিরিয়ান মিলিটারি এয়ারপোর্ট (Syrian Military Airport) এ হামলা চালায় , অয়েল ট্যাঙ্কার এ ইরান এর ড্রোন আক্রমণ এরই প্রতি উত্তর।
অন্যদিকে, আমেরিকা, ইজরায়েল ও ইরানের এই ” শ্যাডো ওয়ার” নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।