প্রথম রাউন্ডের পর যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থেকে টোকিও অলিম্পিক্সের গল্ফ থেকে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছিলেন অদিতি অশোক। দ্বিতীয় রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থান ধরে রেখে মেডেল জয়ের সম্ভাবনা জোরালো করলেন ২৩ বছর বয়সী মহিলা গল্ফার।
অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছেন অদিতি। বাকি রয়েছে দু’টি রাউন্ডের খেলা। শেষ পর্যন্ত নিজের ফর্ম ধরে রাখতে পারলে ভারতীয় গল্ফার হিসেবে অলিম্পিক্সে ইতিহাস গড়তে পারেন অদিতি।
প্রথম রাউন্ডের শেষে অদিতি আমেরিকার নেলি কর্ডার সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে ফাইভ আন্ডার ৬৬ স্কোর করে সার্বিকভাবে দ্বিতীয় স্থান ধরে রাখেন তিনি। এক্ষেত্রে ডেনমার্কের নানা ম্যাডসেন ও এমিলি পেডেরসেনের সঙ্গে একাসনে অবস্থান করছেন ভারতীয় তারকা। দুই ড্যানিশ গল্ফারের মতোই অদিতির স্কোর নাইন আন্ডার পার ১৩৩। নেলি কর্ডা দ্বিতীয় রাউন্ডের শেষে থার্টিন আন্ডার পার ১২৯ স্কোর করে এককভাবে এক নম্বরে রয়েছেন।
এই ইভেন্টে ভারতের অপর গল্ফার দীক্ষা ডাগর দ্বিতীয় রাউন্ডের শেষে সার্বিক তালিকার ৫৩ নম্বরে রয়েছেন। তিনি দ্বিতীয় রাউন্ডে ওয়ান আন্ডার ৭২ স্কোর করেন। সার্বিকভাবে দু’টি রাউন্ডের শেষে দীক্ষার স্কোর সিক্স আন্ডার পার ১৪৮।