চেন্নাইয়ে জলের অভাব মেটাতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। জানা গিয়েছে, চেন্নাই সংলগ্ন এলাকা গুলিতে জলের সমস্যা মেটাতে ট্রেনে করে ভেলোর থেকে জল আনা প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় রেল।
দক্ষিণ রেলের এক আধিকারিক বলেন, রাজ্য সরকারের সহায়তায় আমরা ট্রেনে করে চেন্নাইতে জল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। ইতিমধ্যে ৫০ বগির ওই ট্রেনটি জোলারপেট স্টেশনে রয়েছে। আজ দুপুর ২ টো নাগাদ ট্রেনটি চেন্নাইয়ের ভিল্লিভাক্কম এলাকায় পৌঁছবে। তারপর সেখানে জল দেওয়ার কাজ শুরু হবে। এই প্রক্রিয়াটি দেখভাল করবেন রাজ্যের এক মন্ত্রী।
প্রশ্ন উঠছে, কিভাবে এত বিপুল সংখ্যক মানুষের কাছে জল পৌঁছবে? সে সম্বন্ধে চেন্নাইয়ের এক পৌর আধিকারিক বলেন, পুরসভা যেভাবে পাইপ লাইনের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেয়, ঠিক সেইভাবে পাইপ লাইনের মাধ্যমে ওই জল প্রাথমিক অবস্থায় দেওয়া শুরু হবে।
প্রসঙ্গত, বৃষ্টি না হওয়ার ফলে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে প্রবল জলসঙ্কটে পড়েছে সেখানকার মানুষ। জলের অভাবে হোটেল রেস্তোঁরা বন্ধ। অনেক অফিসও বন্ধ হয়ে পড়েছে। এমনকি এলাকা ছাড়া হয়ে যাচ্ছে অনেক মানুষ। তাই জল অভাব মেটাতে ভারতীয় রেলের এই পদক্ষেপ।