সেই কোন ছোটবেলা থেকে শুনে এসেছি হকিতে ধ্যানচাঁদের অতিমানবিক প্রতিভার কাহিনী, অলিম্পিকে ৮ টা সোনার মেডেল তথা ভারতবর্ষের একচ্ছত্র আধিপত্যের ইতিহাস। তাই কেমন যেন একটা স্বপ্ন ছিলো হকির দুনিয়ায় “ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে” এরকমটা আবার যেন জীবদ্দশায় দেখতে পাই। কিন্তু কখনো বিশ্বমঞ্চে হকিতে দেশকে বিজয়পদক লাভ করতে দেখার সৌভাগ্য হয়নি। একটা সময়ে খবরের কাগজে খেলার পাতায় হকি সংক্রান্ত প্রতিটা খবর গোগ্রাসে পড়তাম। মাঝে এই খেলায় একটা সময়ে আমরা সত্যিই বেশ পিছিয়ে পড়েছিলাম। এতটাই যে বিশ্বজয়ের এই আশা একটা সুদূরপরাহত স্বপ্ন মনে হতো। কিন্তু আজ আমার সেই ধারণা ভুল প্রমাণ করে ভারতীয় পুরুষ হকি দল সুদীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়ে বুঝিয়ে দিলো এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ইতিহাসের সেই গৌরবোজ্বল অধ্যায় আমরা আবারও ফিরে পেতে পারি। হয়তো আমরা বিশ্বসেরা হতে পারিনি এখনও, কিন্তু এই ব্রোঞ্জ পদক আমার মতো বহু ভারতবাসীর কাছে স্বর্ণপদকের থেকে কম কিছু নয়।
2021-08-05