নাটিংহ্যামে দুই দেশ এখনও পর্যন্ত সাতটি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে দু’টি করে টেস্ট ম্যাচ জিতেছে দুই দল। তিনটি টেস্ট ড্র হয়েছে।
ইংল্যান্ডের ইনিংস ২৫ ওভার: ৬১/২
ক্রিজে লড়াই চালাচ্ছেন ডম সিবলে (১৮)। সঙ্গে রয়েছেন অধিনায়র জো রুট (১২)। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৬১ রান।
ইংল্যান্ডের ইনিংস ২৩ ওভার: ৫৮/২
এই ওভারে সিরাজের শেষ তিন বলে পরপর তিনটি বাউন্ডারি হাঁকান জো রুট। রুট একেবারে বিধ্বংসী মেজাজে রয়েছেন। নেমেই ৬ বলে ১২ রান করে ফেলেছেন। ওপেন করতে নেমে ডম সিবলে কিন্তু উইকেট আঁকড়ে লড়ে যাচ্ছেন। তাঁর সংগ্রহ ১৬ রান।
ক্রাউলে আউট
মহম্মদ সিরাজের বলে পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন জ্যাক ক্রাউলে। ২১ ওভারে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেল ইংল্যান্ডে। তাদের সংগ্রহ ২ উইকেটে ৪২ রান। ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম উইকেট।
ইংল্যান্ডের ইনিংস ২০ ওভার: ৪১/১
জ্যাক ক্রাউলে ২৭ এবং ডম সিবলে ১১ করে ক্রিজে রয়েছেন। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের ইনিংস ১৫ ওভার: ৩৩/১
ডম সিবলে এবং জ্যাক ক্রাউলে উইকেটে টিকে থেকে প্রথম উইকেট হারানোর ধাক্কা অনেকটাই সামলে নিয়েছেন। ১৫ ওভারে তাঁরা পায়ের তলার জমি শক্ত করেছেন। ১ উইকেট হারিয়ে ১৫ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৩৩ রান।
ইংল্যান্ডের ইনিংস ১০ ওভার: ২২/১
ডম সিবলে এবং জ্যাক ক্রাউলে এখন ক্রিজে রয়েছেন। তাঁরা ধীরে ধীরে পরিস্থিতি সামলে স্কোরবোর্ডের অঙ্কটা বাড়ানোর চেষ্টা করছেন। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান এখন ২২।
ট্রেন্ট ব্রিজে ভারতের সমর্থক
ইংল্যান্ডের ইনিংস ৫ ওভার: ৭/১
প্রথমে উইকেট হারানোর ধাক্কাটা ধীরে ধীরে সামলে নেওয়ার চেষ্টা করছে ইংল্যান্ড। ৫ ওভারে তাদের সংগ্রহ ৭।
ইংল্যান্ডের ইনিংস২ ওভার: ০/১
দ্বিতীয় ওভারেও মহম্মদ সামি কোনও রান দেননি। ২ ওভারে ১ উইকেটে হারিয়ে শূন্য রান ইংল্যান্ডের।
রোরি বার্নস আউট
প্রথম ওভারেই বড় সাফল্য পেল ভারত। ৫ নম্বর বলে রোরি বার্সকে এনবিডব্লিউ করেন জসপ্রীত বুমরাহ। এই ওভারে কোনও রান হয়নি। উল্টে ভারত এক উইকেট তুলে নিয়েছে।
খেলা শুরু হল
নতুন বলে প্রথম ওভারে বল করছেন বুমরাহ। ইংল্যান্ডের হয়ে ওপেন করেছেন রোরি বার্নস এবং ডম সিবলে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
ইংল্যান্ড: রোরি বার্নস, ডম সিবলে, জ্যাক ক্রাউলে, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডান লরেন্স, জোস বাটলার (উইকেটকিপার), স্যাম কুরান, অলি রবিনসন, স্টুয়ার্ড ব্রড, জেমস অ্যান্ডারসন।
ভারতের প্রথম একাদশ
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।
টস জিতল ইংল্যান্ড
টসে জিতল ইংল্যান্ড। তারা প্রথমে ব্যাটিং নিল। ইংল্যান্ড বেয়ারস্টো এবং স্যাম কুরান খেলছেন। জ্যাক লিচ প্রথম একাদশে নেই।
এ দিকে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ছিটকে গিয়েছেন। দলে নেই ইশান্ত শর্মাও। ইশান্তের সম্ভবত চোট রয়েছে। এ দিকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজাকে একমাত্র স্পিনারের ভূমিকায় দেখা যাবে।
বিরাট কোহলিও জানিয়েছেন, টসে জিতলে তিনিও প্রথমে ব্যাটই নিতেন।
পিচ রিপোর্ট
মাইকেল হোল্ডিং জানিয়েছেন, বোলাররা এই পিচে বেশি সুবিধে পাবে। বোলারদের জন্য পিচটি অসাধারণ। পিচে প্রচুর ঘাস রয়েছে।
ইশান্তের সম্ভবত চোট রয়েছে
প্রথম টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ইএসপিএব ক্রিকইনফোর খবর, ইশান্ত শর্মার সম্ভবত চোট রয়েছে। তাঁর বদলে প্রথম একাদশে ঢুকতে পারেন শার্দুল ঠাকুর। তবে সরকারি ভাবে এখনও কিছুই জানানো হয়নি।
04 Aug 2021, 02:38:06 PM IST
ভারতীয় দলের প্রস্তুতি
টেস্ট শুরুর অপেক্ষা
নাটিংহ্যামে ভারতের পরিসংখ্যান
নাটিংহ্যামে দুই দেশ এখনও পর্যন্ত সাতটি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে দু’টি করে টেস্ট ম্যাচ জিতেছে দুই দল। তিনটি টেস্ট ড্র হয়েছে।
১৯৯৬ সালে ট্রেন্ট ব্রিজে ভারত ৫২১ রান করেছিল। এটাই এই মাঠে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান। সেই ম্য়াচটি অবশ্য ড্র হয়েছিল। ১৯৫৯ সালে এই মাঠে ভারত ১৫৯ রান করেছিল। যেটা সর্বনিম্ন স্কোর। ভারতের সচিন তেন্ডুলকরের করা ১১৭ রান এখনও পর্যন্ত এই মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ। রাহুল দ্রাবিড়ের এই মাঠে দু’টি শতরান রয়েছে। যে রেকর্ড ভারতের আর কারও নেই।
প্রথম টেস্টে দুই দলের লক্ষ্যই জয়ে ফেরা
ভারত এবং ইংল্যান্ড দুই দলই টেস্টে নিউজিল্যান্ডের কাছে ল্যাজেগোবরে হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছে। আর এই ফাইনাল খেলার আগে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। তাতে একটি ম্যাচ হেরেছে ইংল্যান্ড, একটি কোনও মতে ড্র করেছে। সেই হার ভুলে দুই দলের কাছে লক্ষ্য, টেস্ট ম্যাচে জয়ে ফেরা।