উহানে ফিরল করোনা আতঙ্ক, ডেল্টা জ্বরে কাঁপছে সংক্রামক ভাইরাসের আঁতুরঘর

২০১৯ সালে এই উহানেই প্রথমবার মাথাচাড়া দিয়ে উঠেছিল করোনা। এরপর ধীরে ধীরে করোনা মুক্ত হয়ে যায় উহান। তবে ফের একবার করোনা আতঙ্কের কালো মেঘ উহানের আকাশে ছেয়ে গিয়েছে। এই পরিস্থিতি প্রায় একবছর পর নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে উহানে। মোট ১৯টি করোনা কেস ধরা পড়েছে এখনও। এর মধ্যে ৭টি ঘটনা হুবেইয়ে স্থানীয় ভাবে ছড়িয়েছে। এই পরিস্থিতিতে উহানে বসবাসকারী ১.১০ কোটি মানুষের নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে চিন।

২০১৯-এর শেষে চিনের ইউহান শহরের হুবেই প্রদেশের একটি বাজারে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়। তবে এরপর সুস্থ হয়ে ওঠে শহর। তবে ২০২১ সালে উহানে দ্বিতয় দফায় করোনা সংক্রমণ দেখা দিতেই এবার গোটা শহরে নমুনা পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করা হল উহানের প্রশাসনের তরফে। সেই শহরের মোচ বাসিন্দা সংখ্যা ১ কোটি ১০ লাখ। উল্লেখ্য, সম্প্রতি নতুন করে উহানে ১৯ জন করোনা সংক্রমিত হন। এরপরই শহরের প্রশাসনিক আধিকারিক লি তাও জানিয়েছেন, শহরের সবার নমুনা পরীক্ষা করানো হবে।

এর আগে ২০২০ সালের শুরুর দিকে লকডাউন জারি করা হয় উহানে। টানা ৭৬ দিনের লকডাউন শেষে স্বাভাবিক ছন্দে ফেরে উহান। ২০১৯-এর ডিসেম্বরে ইউহানের প্রথম খোঁজ পাওয়া যায় কোভিড ভাইরাসের। এরপর ২০২০ সালের ২৩ জানুয়ারি থেকে ইউহানে জারি করা হয়েছিল লকডাউন। এরপর সেবছরের মার্চ থেকেই চিনের সংক্রমণের হার কমতে শুরু করেছিল। এরপরই প্রত্যাহার করা হয় লকডাউন। গোটা উহান শহর আলোকিত করে লকডাউন প্রত্যাহার উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.