একের পর এক জিহাদি আক্রমণে রক্তাক্ত ও বিপর্যস্ত আফ্রিকার বিভিন্ন দেশ, ইসলামিক সন্ত্রাসের গ্রাসে আফ্রিকা উপমহাদেশ

একের পর এক জিহাদি আক্রমণে রক্তাক্ত ও বিপর্যস্ত আফ্রিকার বিভিন্ন দেশ, ইসলামিক সন্ত্রাসের গ্রাসে আফ্রিকা উপমহাদেশ।

গতকাল ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (Islamic State of West African Province or ISWIP)) জঙ্গিরা হামলা চালায় উত্তর ক্যামেরুনের লাগণ (Lagon) ও চারি (Chari) ডিভিশনে। ওই জঙ্গিদের সাথে আবার বোকো হারাম (Boko Haram) জঙ্গিদেরও ভালো সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।
এই হামলায় কমপক্ষে ১৩ জন ক্যামেরুন সেনার মৃত্যু হয়েছে ও আহত হয়েছে প্রায় এর তিনগুন।

এই জায়গা দুটি ক্যামেরুন (Camaroon)ও নাইজেরিয়া (Nigeria) র সীমান্তবর্তী জায়গায় বলে চিহ্নিত।
ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রী বি জোসেফের মতে, ” জিহাদি সমস্যায় জর্জরিত আমরা। ISWIP জঙ্গিরাও বোকো হারামের মতোই অতি বিপদজনক,আমরা নিঃসন্দেহে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি “।

ক্যামেরুনের বুকা বিশ্ববিদ্দালয়ের ( Buka University) পলিটিকাল সাইন্স ও কম্পারেটিভ পলিটিক্স (Department of Political Science and Comparative Politics) এর অধ্যাপক এস আই এফ নোবার্ট ( S I F Nobert )এর মতে , ” আফ্রিকা , গোটা আফ্রিকা একটি চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ۔ জিহাদিদের এই প্রচন্ড বাড়বাড়ন্ত ২০১৫ সালে তৈরী হওয়া মাল্টিন্যাশনাল জয়েন্ট টাস্ক ফোর্স (Multinational Joint Task Force) এর ব্যার্থতার কথাই মনে করিয়ে দেয় “।

অন্যদিকে , নাইজারে (Niger)এ হামলা চালায় আল-কায়েদা জঙ্গিরা।

এই হামলায় মারা যায় ১৯ জন সাধারণ মানুষ। জাইজারের পশ্চিম সীমান্তে মালির কাছে বাণী বাঙ্গন (Banibangon) এর দেকৌকৌ (Deyekoukou) তে হামলা চালায় জঙ্গিরা।
এই হামলায় আহত হয়েছে ১৩ জন ও ১০ জন নিখোঁজ হয়েছে।
নাইজার ও মালির এই সীমান্ত একই সাথে ইসলামিক স্টেট ও আল-কায়দা জঙ্গিদের স্বর্গরাজ্য।
গত সপ্তাহেই এই একই জায়গায় হামলা চালায় ইসলামিক স্টেটের জঙ্গিরা , ফলে মারা যায় ৩৩ জন।

একই সাথে সোমালিয়ায় জঙ্গিরা হামলা চালালো। কুখ্যাত জিহাদি গোষ্ঠী আল-সাবাব এর সাথে যুক্ত।

আল-সাবাব বোমা বিস্ফোরণ ঘটালো একটি ফুটবল ক্লাবের বাসে।
এই ভয়াবহ আক্রমণে মারা গেছে বাসের ড্রাইভার সহ জে সি সি আই (JCCI) নামক একটি ক্লাবের দুই ফুটবলার।

সোমালিয়ার কিসিমেয়ো (Kisimayo) শহর থেকে ফুটবলারদের নিয়ে বাস টি যাচ্ছিলো ওয়ামো স্টেডিয়াম (Waamo Stadium) এ যেখানে ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের (FIFA Forward Project )কাজ চলছিল।
অচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাস। পুলিশ এর মতে বোমাটি বাসের ভেতরেই রাখা ছিল।
এক ফুটবলার ও বাস ড্রাইভার তৎক্ষণাৎ মারা যায় এবং আরেক ফুবলারের মৃত্যু হয় হাসপাতালে।
এই ঘটনায় আরো ১০ জন ফুটবলার আহত হয়েছে, এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।আহতদের চিকিৎসা চলছে মোগাডিসু (Mogadishu) শহরের এরদোগান (Erdogan Hospital) হাসপাতালে।
এই আক্রমণের দায় স্বীকারও করে নিয়েছে আল-সাবাব জঙ্গি গোষ্ঠী

গত বছর, অর্থাৎ ২০২০ সালে এই জে সি সি আই ক্লাব (JCCI Club) এর ই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাফি রবি কাহিন (Safi Rabi Kahin) কে গুলি করে হত্যা করে এই আল সাবাব জঙ্গিরাই।

প্রসঙ্গত , বিভিন্ন জিহাদি গোষ্ঠী , যেমন , আল সাবাব , বোকো হারাম , আলকায়দা , ইসলামিক স্টেট ও ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স এর আক্রমণে গত বছর ক্যামেরুন এই মৃত্যু হয়েছে সরকারি হিসাব অনুসারেই ২৩৪ জনের।

সরকারি হিসাব অনুযায়ী ওই গতবছরই বিভিন্ন জঙ্গি হানায় নাইজেরিয়াতে মৃত্যু হয়েছে ১০০ জনের।

তবে বেসরকারি সূত্র বলছে সরকারি পরিসংখ্যার অন্তত তিনগুন মানুষ মারা গিয়েছে ইসলামী জঙ্গিদের আক্রমণে ওই দেশগুলিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.