ম্যাচ গড়াপেটার জন্য ভারতীয় বুকিদের কাছ থেকে ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন। এমন বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক।
ARY News-এর বাউন্সার অনুষ্ঠানে রাজ্জাক জানান, ১৯৯৯ সালে বেশ কয়েকটি ম্যাচে গড়াপেটা করার জন্য ভারতীয় ক্রিকেট জুয়াড়িদের কাছ থেকে এই বিপুল অর্থের প্রস্তাব পেয়েছিলেন তিনি। রাজ্জাক বলেন, ‘ভারতীয় বুকিরা তাদের সঙ্গে হাত মেলানোর জন্য আমাকে ৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। ভারত সফরে থাকাকালীন এই প্রস্তাব পেয়েছিলাম।’
এমন প্রস্তাব পেয়েও সেই সময় কেন মুখ খোলেননি, তাও খোলসা করেছেন রাজ্জাক। তিনি বলেন, ‘দেখুন, সেই সময় এমন প্রস্তাব পেলে কাকে জানাতে হবে, এমন কোনও নিয়ম ছিল না। তবে হ্যাঁ, আমি তাদের হুঁশিয়ারি দিয়েছিলাম যে, আমাকে যেন ফের কখনও এমন প্রস্তাব না দেওয়া হয়। তাহলে আমি তাদের নামে অবশ্যই রিপোর্ট করব।’
রাজ্জাক স্পষ্ট জানান যে, টাকার বিনিময়ে তাঁকে কিনে নেওয়া সম্ভব নয়। কারণ, তিনি যা উপার্জন করেন, তাতেই সত্ভাবে খুশি থাকতে শিখেছেন।
তাঁর কথায়, ‘আমি এমন একটা পরিবারে বড় হয়েছি, যেখানে শিশুদের সততার শিক্ষা দেওয়া হয়। সত্পথে উপার্জন ও জীবন নির্বাহ করার শিক্ষা পেয়েছি আমরা। সুতরাং, কেউ আমাকে টাকার বিনিময়ে কিনে নিতে পারবে না।’