মোদীর হাত ধরে আবার ইতিহাস তৈরী হতে পারে। আগামী ৯ আগস্ট রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক শুরু হবে। সেই বৈঠকটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন দুত সৈয়দ আকবরউদ্দিন টুইট করে এ বিষয়ে জানিয়েছেন রবিবার।
করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালি হবে এই বৈঠক। ফ্রান্স থেকে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে সভাপতির দায়িত্ব এসেছে ভারতের হাতে। আর সেই কারণে আশা করা হচ্ছে আগস্টের নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যদিও রাষ্ট্রপুঞ্জের একাধিক জরুরি বিভাগের বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার। ১৯৯২ সালে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও। এবার সেইরকম একটি বৈঠকে সভাপতিত্ব করতে পারেন প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বার ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে একাধিকবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকগুলি পরিচালনার ভার ভারতের হাতে পড়েছে। কিন্তু নিরাপত্তা পরিষদের বৈঠকে একবারও সভাপতিত্ব করেননি ভারতের কোনও প্রধানমন্ত্রী। ভারত ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করেছে ভারত একাধিক বার। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারত। এবার ভারতের প্রধানমন্ত্রী এই নয়া ভূমিকায় অবতীর্ণ হওয়া ইতিহাস গড়ার সুযোগ তৈরি হলো।