উত্তরপ্রদেশের ১২ টি জায়গায় একসঙ্গে নজিরবিহীনভাবে তল্লাশি চালাল সিবিআই। নয়ডা, ফতেপুর, বুলন্দশহর ইলাহাবাদ সহ আরও কয়েকটি জায়গায় অখিলেশ যাদবের বিরুদ্ধে খনি কেলেঙ্কারির তদন্ত করতেই এই তল্লাশি চালানো হয় বলে সিবিআই সূত্রে খবর।
এদিন উত্তরপ্রদেশের প্রাক্তন কয়লা মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ও ৪ আইএএস অফিসারের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করে সিবিআই।
খনি দফতরের তৎকালীন প্রিন্সিপাল সচিব জীবেশ নন্দন, ফটেপুরের জেলাশাসক অভয়কুমার, বিশেষ সচিব সন্তোষ কুমার ও দক্ষতা উন্নয়ন মিশনের ডিরেক্টর বিবেকের মতো আমলারা অভিযুক্ত তালিকায় রয়েছেন। তবে মন্ত্রী গায়ত্রীর বিরুদ্ধে এর আগে ধর্ষণের অভিযোগ রয়েছে।
সিবিআইয়ের দাবি, এঁদের বিরুদ্ধে প্রথম মামলাটি করা হয়েছে ই টেন্ডার নিয়ম ভেঙে নিজের প্রভাব খাটানোর জন্য এবং দ্বিতীয় মামলাটি করা হয়েছে দুই ব্যক্তির লিজ পূর্ণনবীকরণের আর্জি আদালত খারিজ করা সত্ত্বেও, সরকার তা মঞ্জুর করে সেই জন্য।