সিমোনে বাইলসের ভক্তদের জন্য স্বস্তির নিঃশ্বাস। শেষ পর্যন্ত টোকিও-তে ফের দেখা যাবে সিমোনে বাইলসের জাদু। একের পর এক টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার পর শেষ পর্যন্ত ব্যালেন্স বিমে ফিরছেন আমেরিকার তারকা জিমন্যাস্ট। আর তাঁর জাদু দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।
আমেরিকা জিমন্যাস্টিক্সের তরফে জানানো হয়েছে, ‘আমরা এটা জানাতে রীতিমতো উচ্ছ্বসিত যে, আগামীকাল আপনারা আমেরিকার দু’জন অ্যাথলিটকে ব্যালেন্স বিম ফাইনালে দেখতে পাবেন- সানি লি এবং সিমোনে বাইলস! তোমাদের দু’জনকে দেখার জন্য তর সইছে না!’
আসলে এ বার অলিম্পিক্সে ‘মানসিক স্বাস্থ্যে’র কারণে সিমোনে বাইলস একের পর এক ইভেন্ট থেকে নাম তুলে নিয়েছেন। এতে নিরাশ হয়েছিল তাঁর ভক্ত সহ গোটা ক্রীড়া বিশ্বই। কারণ তাঁর নজর কাড়া পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকে বিশ্বের প্রায় সব ক্রীড়াপ্রেমীই। মনে করা হয়েছিল, টোকিও-তে আর কোনও ইভেন্টেই নামবেন না বাইলস। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার ব্যালেন্স বিমে নামতে চলেছেন তিনি।
এ বার টোকিও-তে দলগত ইভেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত ইভেন্ট- সব জায়গা থেকেই সরে দাঁড়িয়েছিলেন বাইলস। দলগত ইভেন্ট, মহিলাদের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্ট থেকে শুরু করে ভল্ট এবং আনইভেন বার ইভেন্টের ফাইনাল থেকেও সরে দাঁড়িয়েছিলেন সিমোনে বাইলস। ‘মানসিক স্বাস্থ্যে’ নজর দেওয়ার কারণেই নাকি বিশ্বের অন্যতম সেরা জিমন্যাস্ট এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানানো হয়েছিল।