একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসা হচ্ছে রাজ্যে। এই ইস্যুতে একাধিকবার নয়াদিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী–দিলীপ ঘোষ–সহ বঙ্গ বিজেপির নেতারা। এমনকী প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রীরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে চলেছেন তাঁরা। বাংলার পরিস্থিতি জানাতে এবার সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা। এমনকী প্রতি মাসেই তা জানানো হবে বলে সূত্রের খবর।
সাংসদদের লোকসভা কেন্দ্রগুলির সার্বিক অবস্থা সম্পর্কেও রিপোর্ট দেওয়া হবে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়ে তা তুলে ধরবেন বিজেপি সাংসদরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে আবেদনও করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার হতে পারে সেই সাক্ষাৎ। রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। সেখানে একপ্রস্থ রিপোর্ট দেওয়া হবে। তারপর থেকে প্রতি মাসে বাংলা নিয়ে রিপোর্ট পেশ করবেন তাঁরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি দু’মাস অন্তর নয়াদিল্লি সফরে যাবেন বলে ঘোষণা করেছেন। তাই পাল্টা হিসাবে প্রতি মাসে বাংলার রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। অগস্ট মাসে একাধিক কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ৯ অগস্ট থেকে ১৬ অগস্ট ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ পালন করবে গেরুয়া শিবির। রাস্তায় নামানো হবে মহিলা মোর্চাও| ১৩ অগস্ট রাজ্যজুড়ে হবে আইন অমান্য। তার সঙ্গে বাংলার মাসিক রিপোর্ট পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর দফতরে।