গ্রীসে ধরা পড়লো এক ইসলামিক স্টেটের জিহাদি। এই ঘটনা ও সাম্প্রতিক নানা জেহাদি কার্যকলাপের পর দেখা যাচ্ছে মুসলিম শরণার্থী নিয়ে চরম অসন্তোষ দেশে ।
নিপাট ভালো মানুষ সেজে আফ্রিকার মরক্কো থেকে গ্রীসে আশ্রয় নেয় বছর ২৮ এর ওই মরোক্কোর মুসলিম তরুণ। আপাতত দৃষ্টিতে টুকটাক কাজ করে জীবিকা নির্ধারণ করতো এই জিহাদি।
কিন্তু সূত্র মারফত খবর আসে, ফরাসি গোয়েন্দাদের কাছে যে এই লোকটির বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ারেন্ট ও আছে আর এর পরেই শুরু হয় অনুসন্ধান ও ধরপাকড়।
সুযোগ বুঝে একদিন থেসালোনিকি (Thessaloniki) তে তার বাড়িতে হানা দেয় গ্রীসের কাউন্টার টেররিসম সার্ভিস (Counter Terrorism Service)।
প্রচুর ডিভিডি , পেন ড্রাইভ , ও ল্যাপটপ সহ গ্রেফতার করা হয় তাঁকে।
জেরায় সে জানায় ২০১৪ সাল থেকেই প্রত্যক্ষ ভাবে সে ইসলামিক স্টেট এর সাথে যুক্ত।
এদিকে মুসলিম শরণার্থী নিয়ে প্রবল ক্ষোভ ও বিক্ষোভ চলছে ওই দেশে।
সাধারণ গ্রীসের পরিষ্কার বক্তব্য , কোনোভাবেই গ্রীসের সভ্যতার সাথে ইসলামিক সংস্কৃতির কোনো সাদৃশ্য নেই , তাই মুসলিমদের সেই দেশে আশ্রয় দিলে ঐতিহ্যশালী গ্রিক সভ্যতার প্রতি অন্যায় করা হবে।