অবশেষে গ্রেফতার হলো হিজবুল জঙ্গি মালিক নূর মুহাম্মদ। তাকে গ্রেফতার করলো এন আই এ।
প্রসঙ্গত উলেখ্য, ২০১৮ সালের পয়লা নভেম্বর জম্মু কাশ্মীরের কিষ্টওয়ার (Kishtwar) এ আনুমানিক রাত পোনে নোটা নাগাদ গুলি করে হত্যা করা হয় দুই ভাই অনিল কুমার পরিহার ও অজিত কুমার পরিহারকে।
ওই বছরের ২৮ নভেম্বর এই মর্মে কেস রেজিস্টার করে এন আই এ এবং তারা সাত জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এদের নাম , ওসামা বিন জাভিদ , হারুন হাব্বাস বাণী , ও জাহিদ হোসাইন। এই তিন জনই হিজবুল মুজাহিদীনের সদস্য এবং তদন্ত চলাকালীন সেনার সাথে সংঘর্ষে নিহত হয় এই তিন জনই।
চার্জশিটে নাম রয়েছে নিসার আহমেদ , নিষাদ আহমেদ বাট , আজাদ হোসেন ও রুস্তম আলীর। এই চার জন ই কিষ্টওয়ার(Kishtwar) , ডোডা (Doda) , চেনাব (Chenab Valley) উপত্যাকা তে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিলো পাকিস্তানের সাহায্যে।
ধৃত মালিক নূর মুহাম্মদ এর খবর এন আই এ পায় এদের কাছ থেকেই , আর তাই চার্জ শিট এ মালিক নূর মুহাম্মদ এর নাম আসে কিছুদিন পর।
গোপন সূত্রে খবর আসবার পর মালিক নূর মুহাম্মদকে ট্র্যাক করা শুরু হয়।
সূত্রের খবর , পরিহার ভাই যুগলকে গুলি করে হত্যা করার পর হিজবুলের সদস্য মালিক নূর মুহাম্মদ জম্মু কাশ্মীর সাময়িক ভাবে ত্যাগ করে এবং চলে আসে আসাম এবং সেখানে বাংলাদেশের বেশ কিছু জিহাদি সংগঠনের সাথে তার যোগাযোগ হয়, এরপর সে কিছুদিনের জন্য নাগাল্যান্ডও যায়।
আসাম ও নাগাল্যান্ড ঘুরে সে আবার ফিরে আসে জম্মু কাশ্মীর।
তক্কে তক্কে থাকা এন আই এ সুযোগ বুঝেই গ্রেফতার করে মালিক নূর মুহম্মদকে এবং তাকে পেশ করা হয় এন আই এ এর স্পেশাল কোর্ট -এ।
কোর্ট আপাতত তিন দিনের জন্য তাঁকে এন আই এর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ۔