সত্যের নামে ছলে বলে কৌশলে মিথ্যার স্তুপ তৈরী করা এখনকার সময়ে অত্যন্ত সাধারণ ব্যাপার।এই প্রসঙ্গে , জয়শঙ্কর প্রসাদ, “কামায়ণী” তে লিখেছেন : ” এবং সত্য ! এই একটি শব্দ আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ ? সব কথার মধ্যেই আপনার অনুসন্ধিৎসা রয়েছে , কিন্তু অনুভব করার পরে যুক্তি-তর্কে অমিল পাওয়া যায়”.সহজ কথায় প্রসাদ জি লিখেছেন যে আজকাল মানুষ সত্যের নামে অনেক ঝগড়া ঝামেলা গোলমাল করে। তাদের বুদ্ধিমত্তা এবং কথার প্রয়োগের মাধ্যমে তারা সত্যের নামে অনেক বেশি কিছু ‘আবিষ্কার’ করে, কিন্তু বাস্তবটা হল ‘সত্য’ বুদ্ধির ভ্রমকে লালন-পালন করে তোতাপাখি হয়ে উঠেছে। যখনই এই ‘বুদ্ধিমান’ লোকেরা যুক্তির সাহায্যে তাদের দৃষ্টিভঙ্গিকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করে, তখন সত্য জাদুর মতোই অদৃশ্য হয়ে যায়। পেগাসাস কেলেঙ্কারির খবর টাও ঠিক এক , সত্যের পেছনে যুক্তি কম, চিৎকার চেঁচামেচি বেশি।বিশ্বজুড়ে এই খবর ছড়ানো লোকেরা দাবি করছে যে, ভারত সহ প্রায় ৫০ টি দেশ ইজরাইলি কোম্পানি NSO- এর তৈরি সফটওয়্যার ব্যবহার করে তাদের হাজার হাজার নাগরিককে অবৈধভাবে গুপ্তচরবৃত্তি করেছে। আমরা বিশ্বাস করি যে, আমাদের মতো গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকারেরই কোনো অধিকার নেই যে কোনো অবৈধ উপায়ে নাগরিকদের গোপনীয়তায় হস্তক্ষেপ করার। কিন্তু এই ঘটনাটিকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যকে বাদ দিয়ে , সমস্ত রকম স্বার্থপরতা কে দূরে সরিয়ে , সত্যের ভিত্তিতে পরীক্ষা করা উচিত। আসুন আমরা সত্যের আয়নায় পেগাসাসের সত্য জানার চেষ্টা করি। এই সংবাদটি সর্বপ্রথম গত ১৮ ই জুলাই মার্কিন সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’ এ প্রকাশিত হয়েছিল। খবরে দাবি করা হয়েছে, ইসরাইলের পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ৫০ টি দেশে হাজার হাজার মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে। এই দেশগুলির মধ্যে ভারতের ও উল্লেখ ছিল। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ১৯ শে জুলাই ভারতে সংসদের বাদল এই ছিল মূল খবর, যার ভিত্তিতে ভারত সহ বিশ্বের অনেক সংবাদ পরবর্তীতে বিভিন্ন স্থানে প্রকাশিত/সম্প্রচারিত হয়। এতে বলা হয়েছে যে ফোনে পেগাসাস সফ্টওয়্যার অনুপ্রবেশের জন্য বিশ্বব্যাপী ৬৫ টি স্মার্টফোন পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩০ টি ফোনের তথ্য অসম্পূর্ণ রয়ে গেছে অর্থাৎ কিছুই পাওয়া যায়নি। বাকি ৩৭ টি ফোনের মধ্যে ২৩ টিতে পেগাসাস সফটওয়্যার ইনস্টল করা আছে। এবং বাকি ১ টি ফোনে এই সফটওয়্যারটি বসানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল। এই পুরো প্রতিবেদনে, এই ৬৭ টি ফোন কোন দেশের এবং কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ছিল তা উল্লেখ করা হয়নি। অধিবেশন শুরু হচ্ছিল।
মূল খবরের লিঙ্ক টি হল- https://www.washingtonpost.com/investigations/interactive/2021/nso-spyware-pegasus-cellphones/?itid=lk_inline_manual_18
এই মূল সংবাদে লেখা হয়েছিল
“এই তালিকা তে কে ফোন নম্বর যোগ করেছে এবং কেন করেছে তা স্পষ্ট নয়। কতগুলি ফোনকে লক্ষ্য করা হয়েছিল বা পর্যবেক্ষণ করা হয়েছিল তাও জানা যায়নি , ইতিমধ্যে নাম এবং অনেক ফোনের টেম স্ট্যাম্প পর্যবেক্ষণ শুরু করা হয়েছে।”
অর্থাৎ, এই আসল খবরে ৩৭ টি ফোন নম্বর সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। এখন এই ৩৭ টির মধ্যে প্রায় ২৩ টি, খবর বলছে যে তাদের মধ্যে পেগাসাস সফটওয়্যার পাওয়া গেছে। এর মধ্যে অনেক, মাত্র কয়েক সেকেন্ডের জন্য পর্যবেক্ষণ পাওয়া যায়। এই ক্ষুদ্র তথ্যের ভিত্তিতে, বিশ্বের ৫০ হাজার ফোনের পেগাসাস পর্যবেক্ষণের একটি বিশাল তথ্য খবরে উপস্থাপন করা হয়েছিল। কে ৫০ হাজারের এই তালিকা দিয়েছে, কোথা থেকে এসেছে, কে তদন্ত করেছে – এই বিষয়ে সব সংবাদমাধ্যম নীরব দর্শক। এর কোন প্রমাণ বা তথ্য নেই। আপনি এই মিথ্যা মশলাদার সংবাদ পড়েছেন। কোথাও এমন কোন তালিকা নেই যেখানে সত্যতার সাথে বলা যেতে পারে যে এই সফটওয়্যারটি নির্দিষ্ট ব্যক্তির সাথে সংযুক্ত একটি নির্দিষ্ট ফোনে ইনস্টল করা হয়েছে। প্রযুক্তির এই যুগে, যেখানে এখন প্রত্যেক ব্যক্তির জন্য প্রতিটি ফোনের আইইএমআই নম্বর জানা সম্ভব, সেখানে শুধু বাতাসে কথা বলাকে “অনুসন্ধানী সাংবাদিকতা” বলে মনে করা কিছুটা হাস্যকর মনে হয়। বিশ্বজুড়ে মোট ২৩ টি স্মার্টফোনে ‘সম্ভাব্য নজরদারি’ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, যেন ৫০ টি দেশের সরকার পেগাসাসের মাধ্যমে তাদের নাগরিকদের ওপর ব্যাপকভাবে সাইবার গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত। সংবাদ অনুসারে, বিশ্বের ১৬ টি গণমাধ্যম সংস্থা এই ‘অনুসন্ধানী সংবাদ’ সংগ্রহ করতে একসাথে কাজ করেছে। এটি কিছুটা অসঙ্গতিপূর্ণ এবং অদ্ভুত বলে মনে হচ্ছে। এত ছোট সত্য জানতে এত প্রতিষ্ঠান কেন লাগল? ভারতের খবরের উপর কিছু জায়গায় অনেক গোলমাল আছে। বলা হচ্ছে যে পেগাসাস গুপ্তচর সফটওয়্যারটি হাজার হাজার রাজনীতিবিদ, সাংবাদিক, অফিসার এবং দেশের অন্যান্য নাগরিকদের ফোনে অবৈধভাবে অনুপ্রবেশ করানো হয়েছে। যাই হোক, পেগাসাস কেলেঙ্কারিতে ভারতকে টার্গেট করার কারণগুলি এতটা গোপনীয়! খবর অনুযায়ী, এই ৩৭ টি ফোনের ফরেনসিক পরীক্ষা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি ল্যাবে করা হয়েছিল। এটি একটি ভিন্ন বিষয়, পরবর্তীতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তার তদন্তে অনেক দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। যাই হোক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইতিহাস এবং ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি সর্বজনবিদিত। ভারতে তার সম্পদ সংগ্রহের পদ্ধতির বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার অবৈধ কর্মের পর, তিনি এখানে তার প্রচার বন্ধ করতে বাধ্য হন। তিনি বিশেষ করে মোদি সরকারের ব্যাপারে অসন্তুষ্ট। অতএব, ভারত সরকারের অ্যামনেস্টি এবং এর সমর্থকদের মনোভাবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। এর বাইরে প্যারিস ভিত্তিক আরেকটি সংস্থা তার তদন্তে যোগ দেয়। ‘ফরবিডেন স্টোরিজ’ নামের এই সংগঠনটি মূলত উচ্চবিত্ত জর্জ সোরোসের সংগঠন ‘ওপেন সোসাইটি ফাউন্ডেশন’ -এর সহায়তায় পরিচালিত হয়। জর্জ সোরোস প্রকাশ্যে মোদী সরকারের সমালোচনা করেছেন কাশ্মীরের আর্টিকেল ৩৭০ ধারা, নাগরিকত্ব আইন বাতিল করার মতো বিষয়ে। তিনি শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি, গত বছর তিনি ঘোষণা করেছিলেন যে তিনি ভারতে অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের জন্য এক বিলিয়ন ডলারের তহবিল তৈরি করবেন। তাহলে কি অ্যামনেস্টি এবং ফরবিডেন স্টোরিজ উভয়ই পেগাসাসকে মোদী সরকারের সাথে হিসাব নিষ্পত্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে?
অতএব, যদি সংসদের বাদল অধিবেশনের ঠিক একদিন আগে সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয় তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, এটি একটি খুব আকর্ষণীয় কাকতালীয় ঘটনা। এর সময় সম্পর্কে আরও একটি বিষয় খেয়াল রাখা হবে। দেশে করোনার দ্বিতীয় ওয়েভের সময় , কেরালা, মহারাষ্ট্র এবং আরও কয়েকটি রাজ্য ছাড়া, দেশের বাকি অংশের লোকেরা দ্বিতীয় করোনা সংক্রমণ কিছুটা হলেও কমার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে। জুলাইয়ের শেষের দিকে, ৪৬ কোটিরও বেশি ভারতীয় করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। আসন্ন সময় নিয়ে ইতোমধ্যে দেশে কিছু আশার প্রদীপ জ্বলতে শুরু করেছে। ভারতবিরোধী শক্তি আশার এই রশ্মিকে হতাশার অন্ধকারে রূপান্তর করতে আগ্রহী হয়েছছ। পেগাসাস সফটওয়্যার সংক্রান্ত সংবাদ সম্পর্কে পাকিস্তানের মন্ত্রীদের মিথ্যা ফুলঝুড়ি ও শব্দবাজি কি নির্দেশ করে বলে মনে হয়?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গতিতে এই পেগাসাস তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছিলেন এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্লামেন্টে কাজ বন্ধ করে দিয়েছে, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে ,এ অস্বীকার করার জায়গা নেই।এখানে এটা বলাও প্রাসঙ্গিক যে, দেশের অভ্যন্তরে অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর নজর রাখার জন্য সব সম্ভাব্য আধুনিক পদ্ধতি অবলম্বন করার অধিকার সরকারের আছে। এ জন্য ইজরায়েলসহ যে কোনো দেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি নেওয়া তার দায়িত্ব। উন্নতিশীল দেশ সরকারের কাছ থেকে এটাই আশা করে। তাই যদি ভারত সরকার ইজরাইলের কোম্পানি থেকে কোন সফটওয়্যার নিয়ে থাকে এবং, যদি সে যথাযথ প্রক্রিয়ার অধীনে কিছু ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদি ট্র্যাক বা মনিটর করে, তাহলে আপত্তির কিছু নেই। দেশের সাধারণ নাগরিকদের রক্ষা করা, সীমান্ত রক্ষা করা এবং জাতির সুদূরপ্রসারী অর্থনৈতিক-কৌশলগত স্বার্থ রক্ষা করা সরকারের বিধিবদ্ধ বাধ্যবাধকতা। মাদক মাফিয়া, সন্ত্রাসী, চোরাচালানকারী এবং দেশের অন্যান্য শত্রু, যারা দেশের আইন অমান্য করে, তাদের প্রত্যেকের উপর নজর রাখতে হবে। রাজনীতিবিদ হোক, অফিসার হোক বা মিডিয়া নামে পরিচিত কোনো ব্যক্তি বা সংগঠন হোক , দেশ এর নিরাপত্তা এবং আইনের বাইরে কেউ হতে পারে না। সামগ্রিকভাবে, এই কথিত অনুসন্ধানী খবরের জন্য যে গালভরা বেলুন তৈরী করা হয়েছিল তা হ’ল পেগাসাস সফ্টওয়্যারটি মোট ২৩ টি স্মার্টফোনে পাওয়া গেছে। এখন এই ২৩ টি ফোন সম্পর্কে ভারত সহ বিশ্বের অনেক দেশে অসংখ্য গালভরা গল্প ছড়িয়ে পড়েছে। তাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত যে ,যখন আপনার নিজের বক্তব্য অনুসারে বিশ্বজুড়ে মাত্র ২৩ টি ফোন পরীক্ষায় পেগাসাস নজরদারিতে পাওয়া গিয়েছিল, তখন আপনি কিসের ভিত্তিতে বলতে পারেন যে ভারতে হাজার হাজার লোকের নজরদারি চলছে? এমনকি যদি কেউ বলে যে এই ২৩ টির মধ্যে এই ধরনের সংখ্যা সকলে ভারতের নাগরিক, তবুও এতে কিছুটা গুরুত্ব থাকত। সবকিছু শুধু রাজনৈতিক বক্তৃতার উপর ভিত্তি করে তৈরী করা যা এককথায় ভিত্তিহীন, অর্থহীন।
মনে রাখবেন সত্যের জন্য কোনো ধরণের যুক্তির প্রয়োজন হয় না। সে নিজেই নিজেকে প্রমাণ করতে পারে। যখন কোন সত্য থাকে না, তখন যুক্তির মায়া এবং অলঙ্কারের জাল বোনা হয় যাতে কেউ এর পিছনে আবছা কিছু দেখতে না পারে। পেগাসাসের কাহিনীও ঠিক একই রকম মনে হয়।