LPG Cylinder Price: মাসের প্রথম দিনে ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম!

৭৩.৫ টাকা দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। তবে শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকল। এর আগে ১ জুলাই ২৫ টাকা বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এদিলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ার জেরে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা থেকে বেড়ে ১৬২৩ টাকা হয়ে গিয়েছে দিল্লিতে।

এদিকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা থাকছে। চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা। ১ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৭১৯ টাকায়। এরপর ১৫ ফেব্রুয়ারি তা আরও বেড়ে হয় ৭৬৯। এর দশদিন পরই ফের বাড়ে সিলিন্ডারের দাম। ২৫ ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৭৯৪ টাকায়। এরপর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৮১৯ টাকায়। বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা। এছাড়া মুম্বইতেও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা। আর চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৫০ টাকা।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সংশোধন করে। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.