তালিবানের হাতে ফটোগ্রাফার দানিশ সিদ্দিকীর খুন হওয়াটা মোটেই অতর্কিতে আক্রান্ত হয়ে হত্যার ঘটনা নয়, ঠান্ডা মাথায় চিরাচরিত ভাবে ‘কাফেরদের’ মতো অঙ্গচ্ছেদ করে মারা হয় তাঁকে, এমনটাই দাবি এক আমেরিকান ম্যাগাজিনের।
ওই ম্যাগাজিনের এক প্রতিবেদনে লেখা হয় সিদ্দিকীকে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে নির্মমভাবে ঝাঁঝরা করে দেয় তালিবান। ওয়াশিংটন এক্সামিনারের রিপোর্ট অনুযায়ী দানিশ ক্রসফায়ারে অথবা আচমকা গুলি খেয়ে গুরুতর আহত হয়ে মারা যান নি।
“সিদ্দিকী তখন ও জীবিত ছিল যখন তাঁকে তালিবান ধরে। তালিবান তাঁর পরিচয় জেনে সহযোগীদের সাথে তাঁকে খুন করে, ওই প্রতিবেদনে বলা হয়।
উলেখ্য, দানিশ আফগান সেনার সাথে যুদ্ধ বিধ্বস্ত স্পিন বোল্ডাক অঞ্চলে রয়টার্স সংবাদ সংস্থার ফটোগ্রাফার হিসেবে কাভারেজের জন্য গিয়েছিলেন।
সংঘর্ষের সময় সিদ্দিকী এবং আফগান সেনারা আক্রান্ত হন এবং সিদ্দিকীকে এক স্থানীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তালিবান জঙ্গিরা ধাওয়া করে তাঁদের এবং সিদ্দিকীর উপস্থিতি টের পেয়ে মসজিদ আক্রমণ করে।
“তালিবান প্রথমে সিদ্দিকীর মাথায় আঘাত করে ও পরে তাঁর শরীর বুলেট বিদ্ধ করে,” আমেরিকান এন্টারপ্রাইস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মিচেল রুবিন বলেন।
উলেখ্য, পেছন থেকে আক্রমণ করে ভারতীয় সেনাদের ও একইভাবে অঙ্গচ্ছেদ করে মেরেছে পাকিস্তানী সৈন্যরা আগে। গোঁড়া ইসলামিক প্রচারকরা বিভিন্ন জলসায় কাফেরদের অঙ্গচ্ছেদ করে মারার নিদান দেন, কারণ তা করলে নাকি ‘জন্নতে গিয়ে হুর প্রাপ্তি’ হয় না।