কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের সাথে সংঘর্ষে নিহত হয় জইশ-ই-মুহম্মদ প্রধান মওলানা মাসুদ আজহারের ভাইপো মহম্মদ ইসমাইল ওরফে লম্বু

কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের সাথে সংঘর্ষে নিহত হয় জইশ-ই-মুহম্মদ প্রধান মওলানা মাসুদ আজহারের ভাইপো মহম্মদ ইসমাইল ওরফে লম্বু। ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায়।

মৃত ইসমাইল ছিল IED এক্সপার্ট এবং পুলাওয়ামা আক্রমণের পেছনে তার হাত ছিল মনে করা হয়। ২০১৯ সালে ৪০ জন সি আর পি এফ জওয়ান মারা যায় ওই আক্রমণে। আজকের ঘটনায় ইসমাইল ছাড়াও আরো একজন জঙ্গি মারা যায়।

“পুলওয়ামার অবন্তীপুরায় মৃত দুজন জঙ্গির মধ্যে একজন মহম্মদ ইসমাইল ওরফে ইদ্রীস ওরফে লম্বু যে ছিল IED এক্সপার্ট এবং সে বেশ কয়েকটা জঙ্গি হানায় যুক্ত ছিল, ” DG দিলবাগ সিং বলেন।

কে ছিল মহম্মদ ইসমাইল আলভী ওরফে লম্বু ?
মহম্মদ ইসমাইল আবার আবু সাইফুল্লাহ ও ‘ফৌজি ভাই ‘ নাম পরিচিত ছিল। সে ছিল কাশ্মীরে JeM এর প্রধান কমান্ডার। ইসমাইল পাকিস্তানের বাহাওয়ালপুরের কসর কলোনির বাসিন্দা।
ইসমাইল ভারতে প্রবেশ করে ২০১৭ সালে এবং হয়ে উঠে অবন্তীপুরা, পুলওয়ামা ও অনন্তনাগের ত্রাস।

গোয়েন্দা সূত্রে খবর ইসমাইল ফিদায়ীন আক্রমণের জন্য নিজেকে তৈরী করেছে পাকিস্তানে থাকার সময়। কাশ্মীরে এসে সে স্থানীয় যুবকদের ভারত বিরোধী কার্যকলাপ ও পাথর ছুঁড়তে প্ররোচনা দিতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.