উত্তর প্রদেশের বালিয়া জেলায় কার্নি সেনা এবার রুখে দিলো ১৮ বছরের এক দলিত মেয়ের সাথে এক মুসলিম ছেলের বিয়ে। ওই সংগঠনের সদস্যদের অভিযোগ ওই মেয়েটি যে কারেকদিন ধরে নিরুদ্দেশ ছিল তাকে লাভ জেহাদে ফাঁসানো হয়েছিলো।
দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী মেয়েটির সাথে তার সম্প্রদায়ের এক ছেলের বিয়ে হয় তিন মাস আগে, কিন্তু বিয়ের কদিন পরে মেয়েটি বাপের বাড়ি চলে আসে।
গত সপ্তাহে মেয়েটি হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলে পরিবারের লোকজন থানায় মিসিং ডাইরি করে।
কয়েকদিন পরে, দিলশাদ সিদ্দিকী নাম এক যুবকের সাথে ওই মেয়েটিকে বোরখা পড়া অবস্থায় দেখা যায় ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে।
গ্রামের লোকদের সন্দেহ হয় ও তাঁরা মেয়েটির নাম জিজ্ঞেস করতেই সত্যি বেরিয়ে আসে। এতে কার্নি সেনার সদস্যরা চেঁচামেচি শুরু করে ও আইনগতভাবে ওই বিয়ে রুখে দেয়। তাঁরা সিদ্দিকীর বিরুদ্ধে লাভ জেহাদের অভিযোগ এনে বলে যে সে মেয়েটিকে জোর করে বিয়ে করে।
এদিকে ওই মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করা হয়। বালিয়া এস পি বিপিন তাডা এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মেয়েটিকে আদালতে তোলা হবে এবং তার বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।