প্রায় ১৭৯ টি অবৈধ ধর্মীয় স্থান গড়ে উঠেছে দেশজুড়ে রেলওয়ে প্লেটফর্মগুলোতে। দিন দিন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা মসজিদ ও দরগাহগুলো নজরে আসছে যেগুলো নিরাপত্তার ক্ষেত্রে দিক থেকে বিপদজনক হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণও রাজ্য সভায় বলেন বেআইনি ভাবে গড়ে উঠা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্লেটফর্ম থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
তিনি আরো বলেন এই ধরণের আরো সৌধ যাতে গড়ে উঠতে না পারে তার দিকে নজর দেওয়া হবে।
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন এই সৌধগুলো সারাবার ক্ষেত্রে প্রতিকূলতা হলো ওই নির্দিষ্ট অঞ্চলের জনগণ ও সরকার। এদিকে হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে ধর্মীয় জিগির তুলে বাধা দেয়া হয় বেআইনি সৌধ সারাবার কাজে এবং এর ফলে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয় ও অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হয় দেশে।
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন রেলের কতৃপক্ষ ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে একেবারেই উৎখাত না করে আলোচনার মাধ্যমে ওই সমস্যার মীমাংসা করার চেষ্টা করে থাকেন।