গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ছোটনাগপুরের মালভূমিতে ব্যাপক বৃষ্টিপাতের জেরে গত কয়েকদিন ধরেই বাঁধগুলি থেকে জল ছাড়ছে দামোদর উপত্যকা কর্তৃপক্ষ। শনিবার তা উদ্বেগজনক জায়গায় পৌঁছল। এদিন মাইথন ও পাঞ্চেত দুটি জলাধার থেকেই ছাড়া হয়েছে জল। জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকেও।
DVC-র তরফে জানানো হয়েছে, ছোটনাগপুরের মালভূমিতে বৃষ্টির জেরে মাইথন বাঁধেজমা হয়েছে ৭৬ হাজার কিউসেক জল। পাঞ্চেতে জমেছে ১.৯৫ লক্ষ কিউসেক জল। যার ফলে ২টি জলাধার থেকেই জল ছাড়তে হচ্ছে।
শনিবার মাইথন বাঁধের ২টি গেট খোলা হয়। সেখান তেকে ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত বাঁধ থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। যার জেরে জল ছাড়তে হয়েছে দুর্গাপুর ব্যারাজকেও। এর জেরে পশ্চিম ও পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় দামোদরে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। যার ফলে সৃষ্টি হয়েছে প্লাবনের সম্ভাবনা।
পূর্ব বর্ধমানের পাশাপাশি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়ার বড়জোড়া, হুগলির আরামবাগ, খানাকুল ও হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়। নাগাড়ে বৃষ্টিতে ইতিমধ্যে এই সব এলাকার জলাশয়গুলি টইটুম্বুর। তার ওপরে বন্যার জল এলে বানভাসি হওয়ার আশঙ্কায় চার জেলার বাসিন্দারা।