ইজরায়েল থেকে সিরিয়াকে বাঁচানোর অছিলায় পরিত্রাতার ভূমিকায় নেমেছে এবার ইরান, কিন্তু আড়ালে আবডালে খেলছে অন্য খেলা।
সিরিয়া কে বাঁচানোর অছিলায় তারা একেরপর এক জমি অধিগ্রহণ করছে সিরিয়ায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটসে(Syrian Observatory for Human Rights) প্রকাশিত হওয়া এই খবর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
আরেক গোপন সূত্রের খবর, পারমাণবিক কর্মসূচির পরিকল্পনা ও করছে প্রতিবেশী দেশের মাটিতে, এর ফলে আরবে বাড়ছে অসন্তোষ ও রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা।
কি আছে এই খবরে ?
ইরানের তেলের পয়সায় বিকিয়ে যাওয়া কিছু সিরিয়ান ল্যান্ড ব্রোকারদের সৌজন্যে বিশাল পরিমান জমি হাত বদল হয়ে যাচ্ছে সিরিয়ায়।
ইতিমধ্যেই বড় বড়ো রিয়েল এস্টেট প্রকল্পের মাধ্যমে আল মায়াদিন (Al Mayadin) আলবু কামাল(Albu Kamal) , দেয়ার এজোর (Dier Ezzor) (ইজরাইল থেকে এগারো ঘন্টার পথ ) এর মতো শহরের প্রায় অনেকটাই কব্জা করে নিয়েছে ইরান।
এই বিষয়ে তেহেরানের বক্তব্য, ইজরাইল থেকে সিরিয়াকে বাঁচাতে ইরানের সেনাদের জায়গা করে দিতে হবে , আর সেই মতো সেনা ছাউনি করার লক্ষেই এই পদক্ষেপ।
অন্যদিকে সিরিয়ার সূত্রে খবর , সেই দেশের সরকারকে অন্ধকারে রেখেই চলছে এই বেআইনি জমি হস্তান্তরের কারবার। সর্বশেষ খবর অনুযায়ী সিরিয়ার রাগ্গা(Ragga) শহরেরও অনেক জমি হাতিয়ে নিয়েছে ইরান।
প্রসঙ্গত , সিরিয়ার রাগ্গা শহর এই মুহূর্তে ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গিদের কব্জায় এবং সূত্রের খবর ইরান এর সাথে ইসলামিক স্টেটের ভালো সম্পর্ক থাকলেও এই জমি অধিগ্রহণ এর ব্যাপার মোটেই ভালো মনে মেনে নেবেনা ইসলামিক স্টেট এর জঙ্গিরা , সুতরাং সিরিয়া তে ইজরাইল সিরিয়া সংঘাত ছাড়াও আরো একটি সংঘাত আসন্ন বলে মনে করা হচ্ছে।
দেয়ার এজোর (Dier Ezzor)শহর কে (যার অনেকটাই এখন ইরানের দখলে )বলা হয় সিরিয়ার অন্যতম স্ট্রেটেজিক করিডর, আর এই নিয়ে ইতিমধ্যেই ঝামেলা শুরু হয়ে গিয়েছে সিরিয়া ও ইরানের মধ্যে , আর অন্যদিকে রাগ্গা শহরে ইরানের জমি দখল নিয়েও ইরানের সাথে ইসলামিক স্টেটের সাথে সংঘাত ও প্রায় আসন্ন।
এদিকে ইজরায়েলের ডিফেন্স সূত্রের খবর , ইরান এর এই জমি দখলের পরিকল্পনা শুধুমাত্র সিরিয়াকে বকলমে কব্জা করাই নয় , তাদের আসল উদ্দেশ্য ইরানে চলা পরমাণু প্রকল্পের(Nuclear projects) বেশ কিছু প্রজেক্ট সিরিয়ার জমিতে করা।
এই সিদ্ধান্তের পেছনে দুটো উদ্যেশ্য আছে , এক , আমেরিকা সহ বিশ্বের নজর এড়িয়ে গোপনে সিরিয়ায় তাদের পরমাণু প্রকল্প চালিয়ে যাওয়া।
দুই , ইজরায়েলের কাছাকাছি পরমাণু প্রকল্প নিয়ে এনে পরোক্ষে ইজরায়েলকে চাপে রাখা।