শুক্রবার সিবিএসইর দ্বাদশ ক্লাসের পরীক্ষার ফলপ্রকাশের পর পড়ুয়াদের শুভেচ্ছা, অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কোভিড ১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলা করে জীবনের অন্যতম বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ‘তাদের জন্য তিনি গর্বিত’ বলে জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, চলতি বছর বারো ক্লাসের বোর্ডে এবারের ব্যাচ এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয়েছে। পড়াশোনার জগতে বিগত বছরে অনেক কিছুই বদলেছে। কিন্তু ওরা নিউ নর্মাল অর্থাত্ যেটা এখন স্বাভাবিক পরিস্থিতি, তার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে সেরাটা দিয়েছে। গর্ব হয় ওদের নিয়ে।
আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, আমার তরুণ বন্ধুদের অভিনন্দন, যারা সাফল্যের সঙ্গে বারো ক্লাসের সিবিএসই পরীক্ষায় পাশ করল। ওদের উজ্জ্বল, সুখী, স্বাস্থ্যকর ভবিষ্যত্ কামনা করি।
যারা ভাবছে আরও কঠিন প্রয়াস চালাতে বা ভাল করতে পারত, তাদেরও হতাশ না হয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগতে বলেছেন তিনি। সাফল্য আসবেই বলে ভরসা দিয়েছেন তাদের।
বারো ক্লাসের পরীক্ষায় ১৩ লাখের বেশি পড়ুয়ার ফল বেরল আজ। ৯৯.৩৭ শতাংশ পাশের হার। তবে ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থীর ফল বেরবে ৫ আগস্ট।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উল্লেখ করেছেন, এত বেশি পাশের হার সিবিএসইর রেকর্ড। শিক্ষকদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। অভিভাবকদের ভূমিকাও উল্লেখ করার মতো বলে জানান।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এবার সব বোর্ড পরীক্ষাই বাতিল হয়। বোর্ডগুলির অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতিতে আগের পরীক্ষার ফলের ভিত্তিতে মার্কস দেওয়া হয় পরীক্ষার্থীদের।