অবশেষে টোকিও অলিম্পিক্সের মেয়েদের হকিতে জয়ের মুখ দেখল ভারত। পুল-এ’র প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয় ভারতের মহিলা হকি দল। চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেন রানি রামপালরা।
ম্যাচের প্রথম তিনটি কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে জয় ছিনিয়ে নেয় ভারত। ৫৭ মিনিটের মাথায় নভনীত কউরের একমাত্র গোলে আয়ারল্যান্ডকে পরাজিত করে ভারতীয় দল।
এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত পুল-এ’র পাঁচ নম্বরেই থেকে যায়। যদিও কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা এখনও খোলা হয়েছে রানিদের সামনে। প্রথম চারে থাকতে পারলেই শেষ আটের টিকিট নিশ্চিত করা যাবে। এক্ষেত্রে শেষ রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হলে এবং ভারত দক্ষিণ আফ্রিকাকে হারালে কোয়ার্টারে পৌঁছনো সম্ভব রানিদের পক্ষে।
আয়ারল্যান্ডও এই মুহূর্তে ভারতের মতোই ৪ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্যে ভারতের থেকে এগিয়ে থাকায় তারা রয়েছে লিগ টেবিলের ৪ নম্বরে।