Tokyo 2020: ভারতের হয়ে দ্বিতীয় মেডেল সুনিশ্চিতকারী লভলিনার সম্পর্কে ৬টি অজানা তথ্য

1/6অসামের গোলাঘাটে ১৯৯৭ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন লভলিনা বড়গোহাঁই। 

আসামের হয়ে প্রথম মহিলা এবং দ্বিতীয় বক্সার হিসাবে তিনি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন লভলিনা।  
2/6আসামের হয়ে প্রথম মহিলা এবং দ্বিতীয় বক্সার হিসাবে তিনি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন লভলিনা।  
অসম থেকে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে পদক জিততে চলেছেন বছর ২৩-র বক্সার।
3/6অসম থেকে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে পদক জিততে চলেছেন বছর ২৩-র বক্সার।
অলিম্পিক্সের আগে যোগ্যতা অর্জনের জন্য় ইতালিতে ১৫ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর নিজের প্রস্তুতি সারেন লভলিনা।
4/6অলিম্পিক্সের আগে যোগ্যতা অর্জনের জন্য় ইতালিতে ১৫ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর নিজের প্রস্তুতি সারেন লভলিনা।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৮ ও ২০১৯ সালে ব্রোঞ্জ জয়ের পাশপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ২০১৭ ও ২০২১ সালে ব্রোঞ্জ জেতেন লভলিনা।
5/6বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৮ ও ২০১৯ সালে ব্রোঞ্জ জয়ের পাশপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ২০১৭ ও ২০২১ সালে ব্রোঞ্জ জেতেন লভলিনা।
২০২০ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন অসমের বক্সার। এই পুরস্কার নেওয়ার জন্য ঘটনাক্রমে টানা ২৬ দিন নিভৃতবাসেও থাকতে হয় তাঁকে।
6/6২০২০ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন অসমের বক্সার। এই পুরস্কার নেওয়ার জন্য ঘটনাক্রমে টানা ২৬ দিন নিভৃতবাসেও থাকতে হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.