কর্ণাটকে সরকার বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এরই মধ্যে ফের দুঃসংবাদ পেল তারা। কংগ্রেসের আরও দুই বিধায়ক বুধবার স্পিকার কে আর রমেশ কুমারের কাছে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন।
তাঁদের নাম এম টি বি নাগরাজ ও কে সুধাকর।
এই নিয়ে গত শনিবার থেকে কর্ণাটকে শাসক কংগ্রেস-জে ডি এস জোটের ১৬ জন বিধায়ক ইস্তফাপত্র জমা দিলেন। নাগরাজ হোসকোট কেন্দ্রের বিধায়ক। সুধাকর চিকবল্লাপুর কেন্দ্রের বিধায়ক।
এর আগে কংগ্রেসের যে বিধায়করা ইস্তফাপত্র জমা দিয়েছেন, তাঁরা আছেন মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। বুধবার যে দু’জন ইস্তফা দিয়েছেন, তাঁরা কোথায় আছেন জানা যায়নি।
মঙ্গলবার অবশ্য স্পিকার আটজনের ইস্তফাপত্র নাকচ করে দিয়েছেন। অন্যদিকে বিদ্রোহী বিধায়করা সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন, স্পিকার ইচ্ছা করে তাঁদের রেজিগনেশন লেটার গ্রহণ করছেন না।