ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার তারকা স্পিনার আইসিসির টি-২০ বোলারদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন।
এক্ষেত্রে আফগান তারকা রশিদ খানকে পিছনে ফেলে দিলেন হাসারাঙ্গা। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২৮ রানে ২ উইকেট নেওয়ার সুবাদেই ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে আসেন তিনি। এটিই তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। হাসারাঙ্গার পকেটে রয়েছে ৭২০ রেটিং পয়েন্ট। ৭১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পিছলে গেলেন রশিদ।
যথারীতি বোলারদের তালিকার এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি। তাঁর পকেটে রয়েছে ৭৯২ রেটিং পয়েন্ট। বোলারদের তালিকার প্রথম দশে আর কোনও পরিবর্তন নেই। অল-রাউন্ডারদের তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন শাকিব আল হাসান।
টি-২০ ব্যাটসম্যানেদের প্রথম দশে কোনও রদবদল হয়নি। যথারীতি ব্যাটসম্যানদের তলিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। অল-রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি।
টি-২০ অল-রাউন্ডারদের প্রথম দশে একটি পরিবর্তন হয়েছে। জিম্বাবোয়ের সিয়ান উইলিয়ামসকে ১০ নম্বরে ঠেলে দিয়ে নয় নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি টি-২০ বোলারদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন।