রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার শিকার ১০০ হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দেবদত্ত মাজি

রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় আক্রান্ত ১০০ পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। রাজনৈতিক হিংসায় আক্রান্ত দক্ষিণ ২৪ পরগণার ১০০ পরিবারের হাতে রেশন তথা খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়াও তাদের বিরুদ্ধে হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও সরব হতে ও আইনি লড়াই চালিয়ে যেতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় আক্রান্ত রাজ্যের কয়েক লক্ষ মানুষ। রাজ্যের বিরোধী দল বিজেপি ও রাজ্যপাল এইনিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। বার বার কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে ঘটনার তদন্তের দাবি ওঠে। জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বাংলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা সংক্রান্ত একটি রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা গেছে রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন রাজ্যের বিরোধী দলের সমর্থক ও কর্মীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রাণ বাঁচাতে তাদের প্রতিবেশী রাজ্যে স্মরণ পর্যন্ত নিতে হয়েছে। চোখের সামনে অত্যচার দেখেও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মানবাধিকার কমিশনের রিপোর্টে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধেও এই রাজনৈতিক হিংসায় জড়িত থাকা সহ উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্যকে হলনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এরপর কিছুটা নড়েচড়ে বসেছে প্রশাসন।

তবে মুলত বিজেপি নেতাদের সহায়তায় ঘরছাড়ারা আবার বাড়ি ফিরছেন। কিন্তু এমন বহু আক্রান্ত আছেন তাদের শেষ সহায়সম্বল টুকু তারা হারিয়েছেন। দু’বেলা দুমুঠো কিভাবে জোগাড় করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। এমনই রাজনৈতিক হিংসায় আক্রান্ত ১০০ হিন্দু ও বিজেপি সমর্থক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা এলাকা ও ডায়মন্ড হারবার মহকুমায় অন্তর্গত রাজনৈতিক হিংসার শিকার ১০০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও রেশন তুলে দেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।

শুধু খাদ্যসাযগ্রী নয় তারা যাতে নিজেদের ভিটেমাটিতে ফিরে নির্ভয়ে নিঃশংসয়ে থাকতে পারেন, নিরিপত্তার অভাব বোধ না করেন তার উপযুক্ত ব্যবস্থাও দেবদত্তবাবু করেছেন। এমনি এই হিংসা আক্রান্ত মানুষগুলি যাতে তাদের উপর হওয়া অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন তার জন্যেও আইনি লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন দেবদত্ত মাজি। আতঙ্কের মধ্যে বেঁচে থাকা এই মানুষগুলোর মনে আবার সাহস তথা বাঁচার তাগিদে লড়াই চালানোর সাহস জুগিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস বিজেপির এই সমর্থক ও কর্মীরা আবার ঘুরে দাঁড়াবে এবং অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.