এখনও কার্যকর করা সম্ভব হচ্ছে না সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইনের বিধি তৈরি করতে তাই আরও ছয় মাস সময় চেয়ে সংসদে আবেদন জানাল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত সিএএ কার্যকর করার সময়সীমা বাড়াতে চেয়ে প্রস্তাব পেশ করা হয়েছে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রকের তরফে। উল্লেখ্য, ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন।
এদিন সংসদে সিএএ সংক্রান্ত একটি প্রশ্নের লিখিত জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। সেখানেই তিনি বিষয়টি নিশ্চিত করে জানান যে সিএএ চালু করতে আরও ৬ মাস সময়সীমা বাড়াতে চাইছে কেন্দ্র। লোকসভা এবং রাজ্যসভার সংশ্লিষ্ট কমিটির কাছে এই সময়সীমা বাড়তে চেয়ে আবেদন জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
এর আগে ফেব্রুয়ারিতেও সংসদে নাগরিকত্ব আইন লাগু করার বিষয়টি পিছিয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বর শীতকালীন অধিবেশনে এই আইন পাস করায় কেন্দ্র। তার পর থেকে দেশের বিভিন্ন অংশে এই আইন নিয়ে প্রতিবাদ হয়েছে। সংসদও উত্তাল হয়েছে এই নিয়ে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই আইন বলবৎ করতে পারেনি কেন্দ্রের মোদী সরকার। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে এই আইন লাগু হয়েছে৷ এর আগে এই আইন প্রস্তুত করার কাজ ৯ এপ্রিল, ২০২১-এর মধ্যে শেষ করার কথা বলা হয়েছিল৷ কিন্তু এবার তা বাড়িয়ে ৯ জুলাই, ২০২১ করা হয়। তবে সেই সময়সীমা পার করেও বিধি তৈরি হল না।
উল্লেখ্য, সংসদের নিয়ম অনুযায়ী, কোনও বিল পাস হলে তার ৬ মাসের মধ্যে তা প্রস্তুত করে ফেলতে হয়। তবে প্রয়োজনে সরকারের তরফে এই বিষয়ে সময়সীমা বাড়াতে সংসদের সংশ্লিষ্ট কমিটির কাছে চাওয়া যেতে পারে৷ কিন্তু তিনবারের বেশি সময়সীমা বৃদ্ধির আবেদন করা যাবে না।