আবারো রক্তাক্ত আফ্রিকা। ক’দিন আগেই লিবিয়া ও মিশরে হামলা চালায় জিহাদিরা, ঠিক এর পরেই রিপাব্লিক অফ কঙ্গোতে হামলা চালালো সন্ত্রাসবাদীরা।
কঙ্গোর বেণী শহরে হামলা চালিয়ে জঙ্গিরা সম্প্রতি খুন করলো অন্তত দশ জন নিরাপরাধ খ্রীষ্টান ধর্মালম্বীয় ব্যক্তিদের। এই জঘন্য কাজের পেছনে দায়ী করা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারামকে।
এই নিয়ে চলতি বছরেই প্রায় দুশোটি আক্রমণ চালিয়েছে বোকো হারাম । গোটা আফ্রিকা উপমহাদেশে ইসলামী রাজত্ব কায়েম করাই তাদের একমাত্র লক্ষ্য ।
বোকো হারাম গোটা পৃথিবীতে একটি অতি নৃশংস ইসলামী সংগঠন বলে পরিচিত যারা আট থেকে আশি বছর বয়সী কোনো অমুসলিমকেই দয়া দাক্ষিণ্য দেখায়না।
তবে গবেষণা বলছে , বোকো হারাম জঙ্গিদের অন্যতম মনোরঞ্জন হচ্ছে অমুসলিম পুরুষদের খুন করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ অমুসলিমদের মধ্যেই বিলি করা ও অমুসলিম মহিলাদের তাদেরই সন্তানদের সামনে ধর্ষণ করে তাদের স্তন কেটে খুন করা।
অন্যদিকে সম্প্রতি নাইজেরিয়াতে বোকো হারাম অপহরণ করেছে এক ক্যাথলিক ফাদারকে।
ওই ফাদার বামপারিশ শহর থেকে ধামাতুরু শহর যাচ্ছিলেন এবং এরই মাঝে তাকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা । এখনো পর্যন্ত কোনো খবর না পাওয়া গেলেও , ক্যাথলিক ফাদার আর বেঁচে নেই বলে ধরে নিচ্ছে পুলিশ।