গত শনিবার হিজবুল মুজাহিদিনের হুমকি ভরা সিডির উৎস অনুসন্ধান করতে গিয়ে হুমকির ভয়াবহতা দেখে শিউরে উঠে পুলিশ।
হিন্দু সংখ্যাগরিষ্ট রাজ্যে বাংলাদেশের মতো জামাত ধাঁচে হুমকি দেওয়ার ঘটনাটা সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে, কিন্তু ওই সিডি চালিয়ে দেখা যায় একজন জিহাদি জন টাইপের মুখোশ পরিহিত জিঙ্গী যে নিজেকে তৌসিব আলী বলে পরিচয় দেয় সে রাজ্য সরকারকে এই বলে শাসায় যে তারা ১৩০০০ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের খুন করবে।
ব্যাপারটা অনেকটা সাব-সাহারার আল সাবাব এবং বোকো হারাম ধাঁচের হুমকির মতোই অনেকটা। বোকো হারাম স্কুল ছাত্রীদের অপহরণ, শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করার কাজ করে থাকে আফ্রিকায়। আল সাবাব ও তাই করে।
আলী তারই ৭ জন আত্মীয়ের পরীক্ষায় অকৃতকার্যতার জন্য সরকারের বিভাগকে দায়ী করে। শুধু তাই নয়, ওই মুখোশধারী আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে তার দাবি মানতে শাসায়।
আলী কমিশনের কর্মকর্তাদের খুনের হুমকি দেয় এই বলে যে এই খুনের বিভীষিকা দূর্গা পুজো পর্যন্ত চলতে থাকবে।
পুলিশের বড়কর্তা আরশ ভার্মা ব্যাপারটিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন ও তার অধীনে থাকা পুলিশ টীম অনুসন্ধান চালাচ্ছে। উলেখ্য, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত আধিকারিকরা বিষয়টি নিয়ে চিন্তিত কারণ এই ধরণের খুনের হুমকি ভরা চিঠি তাও আবার মুখ্যমন্ত্রীকে উদ্যেশ্য করে সিডিতে পাঠানো প্রথম বার দেখা গেলো।