রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত যতই হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তাস্বরূপ ডিএনএ এর মেলবন্ধনের চেষ্টা করুন না কেন, ওই সম্প্রদায়ের জনপ্রিয় নেতা আসাদুদ্দিন ওআইসি কিন্তু আরএসএস কুৎসা ছাড়ছেন না।
আদা জল চেয়ে লেগে পড়েছেন হিন্দু, হিন্দুত্ব ও হিন্দুস্তানের বিরোধে।
ভাগবতের সাপ্রতিক মন্তব্যের পর সমালোচনার ঝড় সামলে নিয়ে সংঘ প্রধান পরে আবার বলেন ১৯৩০ সাল থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি করানোর পরিকল্পনা চলছে। ভারতকে পাকিস্তান বানানোর চেষ্টায় নিজেদের সংখ্যা বাড়াচ্ছে ওঁরা।
আর এতেই গাত্র দাহ হায়দ্রাবাদের সাংসদ তথা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি যিনি পাল্টা আক্রমণ করতে পিছপা হন নি।
ওয়াইসি পরপর দুটি টুইট করে সংঘ প্রধান মোহন ভাগবতকে আক্রমণ করেছে। তিনি লিখেছেন, ‘ RSS-র ভাগবত বলছেন মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর প্রচেষ্টা ১৯৩০ সাল থেকে করা হচ্ছে। আমাদের যদি DNA একই হয়ে থাকে, তাহলে আলাদা করে কেন গোনা হচ্ছে? ভারতীয় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৫০ থেকে ২০১১ এর মধ্যে কমেছে। সংঘের মাথায় শূন্য শতাংশ বুদ্ধি রয়েছে, আর মুসলিমদের প্রতি ১০০ শতাংশ ঘৃণা রয়েছে।”
ওয়াইসি আরও একটি টুইটে আরএসএস কে ‘মুসলিম বিরোধী ঘৃণার জনক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন সংঘ এই বিষ সমাজে ছড়িয়ে দিচ্ছে। এই মাসের শুরুতে ‘আমরা এক” বলা ভাগবতের নাটক তাঁর সমর্থকদের হতাশ করেছিল। আর এই কারণেই উনি এখন মুসলিমদের অপমান করতে আর মুসলিমদের বিরুদ্ধে মিথ্যে বলার জন্য ফিরেছে। আধুনিক ভারতে হিন্দুত্বের কোনও স্থান থাকা উচিৎ নয়।”