মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে বাসে কোনও হেল্পলাইন নম্বর চালু করা যায় কিনা, সে বিষয়ে রাজ্যের মতামত চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত রাজ্যের কাছে এই বিষয়ে জানতে চেয়েছে।
এদিন এই বিষয়ে শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, দেশের বেশ কিছু রাজ্যের মতো এই রাজ্যেও বাসে হেল্পলাইন নম্বর চালু করা যায় কিনা, সে বিষয়ে রাজ্য সরকার মতামত দিক। ১২ অগস্টের মধ্যে খরচ-সহ বাকি তথ্য জমা দিয়ে আদালতকে রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে শুধু বাসের বাইরে বা ভিতরেই নয়, বাস স্ট্যান্ডেও যাতে এই নম্বর রাখা যায়, সেই পরামর্শও দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, এটা একধরনের মানসিকতা। ছোটো থেকেই এই ধরনের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। রাজ্যে শিশুদের পাঠ্যপুস্তকে এই সংক্রান্ত শিক্ষার ব্যবস্থা করা উচিত।
সম্প্রতি রেণু প্রধান নামে এক মহিলা আদালতে এই ব্যাপারে একটি জনস্বার্থ মামলা করেন। তিনি অভিযোগ তোলেন, রাজ্যে গণপরিবহণে মহিলারা সুরক্ষিত নন। অনেকসময়ই মহিলারা গণ পরিবহণের মধ্যেই শ্লীলতাহানির শিকার হচ্ছেন। অভিযোগ করা হলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধু রেণু প্রধানই নন, অঙ্কন বিশ্বাস নামে একজনও আবেদন জানান, রূপান্তরকামীরাও গণ পরিবহণে সুরক্ষিত নন, তাঁদের জন্য ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে তাঁরা আদালতের কাছে আর্জি জানান যাতে বাসে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়। চালক সহ বাকিদের সম্পর্কে যাতে বিস্তারিত তথ্য জানা যায়, সেজন্য যাতে অ্যাপ চালু করা হয়। তাঁদের এই আবেদনের প্রেক্ষিতেই এদিন জনস্বার্থ মামলাটির শুনানি হয় হাইকোর্টে।