রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল (trinamool congress) সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। গোটা বাদল অধিবেশনে থাকতে পারবেন না এই তৃণমূল সাংসদ- এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবারে রাজ্যসভায় তাঁর আচরণের প্রতিবাদে এমনই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডের জেরে বৃহস্পতিবারের রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হল আগামিকাল শুক্রবার পর্যন্ত। এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরির সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
তাঁদের অভিযোগ সরকারের বিরুদ্ধে। এবিষয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ হাতে কাগজ নিয়ে বিবৃতি দিতে উঠলে, তাঁর হাত থেকে কাগজ নিয়ে তা ছিঁড়ে ফেলেন শান্তনু সেন। এই ঘটনায় আরও বেশি করে উত্তেজিত হয়ে পড়ে রাজ্যসভার অন্দর।
এই ঘটনার প্রতিবাদ করে বিজেপি সাংসদ স্বপন দাসগুপ্ত বলেন, ‘প্রতিবাদ হওয়া উচিৎ এই গুন্ডাগিরির’। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুক্রবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়।