ভোট পরবর্তী হিংসার মামলায় জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে রায়ান-১ অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ জামালের নামে। সেই শেখ জামালই কি না থানায়য় গিয়ে আইসি-কে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানালেন বর্ধমান থানায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই জোর বিতর্ক শুরু হয়েছে এই নিয়ে। ছবিতে দেখা যাচ্ছে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন শেখ জামাল। সেই ছবি এখন ফেসবুকে ভাইরাল। ছবির সত্যতা যদিও যাচাই করা সম্ভব হয়নি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে। তবে অনেকেরই অভিযোগ যে অভিযুক্তের হাত থেকে ফুল নেওয়া ঠিক হয়নি পুলিশ আধিকারিকের।
জানা গিয়েছে, শেখ জামাল বর্ধমান থানার নাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে কয়েকদিন আগেই। অভিযোগ দায়ের করেছিলেন বেলবাগানের বাসিন্দা সঞ্জয় দাস। সঞ্জয়বাবুর অভিযোগ, ২৮ মে সকালে শেখ জামালের সঙ্গে মিলে কয়েকজন তাঁকে অপহরণ করেছিল বন্দুক দেখিয়ে। বাড়ির মহিলাদেরও তুলে নিয়ে যাওয়া হুমকি দিয়েছিল তারা। পরে খবর পেয়ে সঞ্জয়বাবুর দাদা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়। তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিধিন্ন ধারায় মামলা রুজু হয়।
এরপর বিরোধীদের তরফে শেখ জামালের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা পড়েছিল। জামালের গ্রেফতারির দাবি তোলা হয়। তবে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে আইসি-র সঙ্গে শেখ জামালের ছবি ভাইরাল হতেই অভিযোগ উঠেছএ, আদালতের নির্দেশে মামলা রুজু করা হলেও অভিযুক্তদের গ্রেফতার করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। এই বিষয়ে অবশ্য সংবাদমাধ্যমে আইসি দাবি করেন, তিনি সদ্য থানায় যোগ দিয়েছেন, তাই সবাইকে এখনও চেনেন না।