হিন্দুদের পবিত্র চার ধামের এক ধামে বদ্রীনাথে এবার ঈদ-উল-আধায় শ্রমিকরা নামাজ পড়লো এমনটাই অভিযোগ স্থানীয়দের এবং এই নিয়ে খুব শোরগোল পড়ে গেছে চারদিকে।
স্বভাবতই এই নিয়ে সুর চড়ালো বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল।
দুই সংগঠনের কর্মকর্তারা উত্তরাখন্ড কেবিনেট মিনিস্টার সতপাল মহারাজের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। চামোলির এস পি যশবন্ত সিংহ চৌহান এই ঘটনার সত্যতা পুরো স্বীকার করেন নি। তিনি বলেন মন্দিরের ভেতরে নয় , তারা নামাজ পরে তাদের নিজেদের ঘরের ভেতরে।
উলেখ্য, এই ঘটনা নজরে আসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অভিযোগ তুলেছেন ঠিক রাজস্থান, মথুরা ও কাশির ধাঁচে হিন্দু মন্দিরে মুসলমানরা নামাজ পড়ে ধর্মস্থানগুলোতে পাবলিসিটি স্ট্যান্ট করার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছে।
চৌহান বলেন, “পার্কিং লট নির্মাণরত মুসলিম শ্রমিকরা মন্দিরের কাছে নামাজ পরে কিন্তু লাউড্স্পীকার ব্যবহার করে নি।” স্থানীয়রা কিন্তু এতে অত্যন্ত ক্ষুব্ধ এবং প্রশাসনের উপর তাঁদের ক্ষোভ উগরে দেন।