বেআইনি ভাবে কবজা করা , তাও আবার উত্তর প্রদেশ সরকারের জমি!
বৃহস্পতিবার রাজধানী দিল্লীর মদনপুর খাদর এলাকায় আদিত্যনাথ সরকার বড়সড় ধরণের ব্যবস্থা নিয়েছেন। সেখানে যোগী সরকারের জমিতে হওয়া অবৈধ কবজা তুলে দেওয়া হয়েছে।
সেচ বিভাগের জমিতে অবৈধ ভাবে তৈরী রোহিঙ্গা ক্যাম্প গুঁড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে।
মদনপুর খাদর এলাকায় প্রায় ৫.২১ একর জমিতে রোহিঙ্গারা অবৈধ কবজা করে ক্যাম্প বানিয়ে রেখেছিল। আনুমানিক ১৫০ কোটি টাকা বাজার মূল্যের জায়গাকে দখলমুক্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানানো হচ্ছে যোগীকে।
আসামে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মতোই উত্তর প্রদেশের যোগী সরকার লাগাতার রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে চলছে। কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে যোগী সরকার।
উত্তর প্রদেশ সরকারের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং ওই ভিডিও পোস্ট করা হয়েছে। মন্ত্রী লিখেছেন, ‘দিল্লীতে আবারও যোগী সরকারের বুলডোজার চলল। যোগী সরকার দিল্লীতে বড়সড় অ্যাকশন নিয়েছে।” প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী দিনে অতিক্রমণ হটাও অভিযান অনুযায়ী যোগী সরকার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে।
দিল্লীর বহু জায়গায় রোহিঙ্গ্যা ক্যাম্প রয়েছে। কালিন্দি কুঞ্জ মেট্রো স্টেশনে প্রচুর রোহিঙ্গা ঝুপড়ি বস্তি আর ক্যাম্পে বসতি করে রয়েছে রোহিঙ্গ্যারা।